ভারতকে ক্ষুব্ধ করেছে আন্দোলনরত কৃষকদের সমর্থনে গ্রেটা-মিয়া-রিহানার টুইট

ভারতের রাজধানী দিল্লির কৃষক বিক্ষোভের সমর্থনে টুইট করেছেন প্রাক্তন পর্ন স্টার মিয়া খালিফা। কৃষক বিক্ষোভের ছবি শেয়ার করে ফার্মার্স প্রোটেস্ট হ্যাশট্যাগ দিয়ে মিয়া লিখেছেন, কীভাবেই না মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে?

After Rihanna, Greta Thunberg Tweets about Indian farmers' protest

After Rihanna, Greta Thunberg Tweets about Indian farmers' protest Source: AAP Image/Billy Bennight/AdMedia/Sipa USA/EPA/HAYOUNG JEON

ভারতের রাজধানী দিল্লির ইন্টারনেট সার্ভিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন পপ-তারকা রিহানা এবং পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের প্রতিক্রিয়ার পরই কৃষক আন্দোলনের ছবি শেয়ার করে টুইট করেছেন মিয়া খালিফা।

কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না, কৃষক বিক্ষোভের খবর শেয়ার করে লিখেছিলেন রিহানা। তার প্রেক্ষিতেই মার্কিন পপ-তারকাকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাউত। তাঁকে চুপ করে থাকার পরামর্শ দিয়েছিলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন।

এদিকে,কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলের এই মাথাব্যথাকে মোটেও ভাল চোখে দেখছে না বিদেশমন্ত্রক। টুইটারে এনিয়ে বিবৃতিতে জানানো হয়েছে,সংসদে আলাপ-আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমেই কৃষি বিলগুলি পাশ করানো হয়েছে।

এই সংস্কারের মাধ্যমে কৃষকরাই উপকৃত হবেন। সেটা বুঝতে না পেরেই খুব অল্প সংখ্যক মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই বিক্ষোভ ভারতের গণতান্ত্রিক পরিবেশেরই প্রতিফলন।যেখানে প্রত্যেকের প্রতিবাদ করার অধিকার রয়েছে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১১ দফা আলোচনা করা হয়েছে। আইন কিছু সময়ের জন্য স্থগিত রাখারও প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কিছু এমন গোষ্ঠী রয়েছে যারা এই আন্দোলনকে বিপথে চালিত করার করার চেষ্টা করছে। এদের উসকানিতেই লালকেল্লা দখলের মতো ঘটনা ঘটেছিল।

আবার অনেকে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আন্তর্জাতিক মহলে ভুল বার্তা দিচ্ছে। তাই কোনও মন্তব্য করার আগে আগে পুরো বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জানার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। তারকাদের উল্লেখ করেই এই পরামর্শ দেওয়া হয়েছে। টুইটারে ইন্ডিয়া টুগেদার এবং ইন্ডিয়া এগেইনস্ট প্রোপাগান্ডা হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।

এদিকে কৃষক আন্দলোনকে সমর্থন করে ট্যুইট করায় এবার রিহানাকে নিয়ে গান গাইলেন দিলজিৎ দোসাঞ্জ। মার্কিন পপস্টারকে নিয়ে গান বেঁধে, ইউটিউবের সেই লিঙ্ক নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন গুড নিউজ অভিনেতা। রিহানার প্রশংসা করে দিলজিৎ যখনই তাঁর নিজের গান প্রকাশ করেছেন, সেই সময় ভাইরাল হয়ে গিয়েছে অভিনেতার ট্যুইট।

আন্দোলনের শুরু থেকে এখনও পর্যন্ত দিলজিৎ যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সমর্থন করেছেন, তার জেরেই দিলজিৎকে সমর্থন শুরু করেছেন নেট জনতার একাংশ। কৃষক আন্দোলনের নামে কী চলছে ভারতবর্ষে?

কেন কৃষক আন্দোলন নিয়ে কেউ কোনও মন্তব্য করছেন না, এমন প্রশ্ন তুলে ট্যুইটারে সরব হয়েছেন মার্কিন পপস্টার রিহানা। অন্তর্জাতিক পপ তারকার ট্যুইট প্রকাশ্যে আসার পর থেকেই জোরালো আলোচনা শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে কৃষক আন্দোলনকে সমর্থন করে রিহানার ট্যুইটের প্রক্ষিতে কঙ্গনা রেগে গেলেও, মার্কিন পপ তারকাকে সমর্থন করে সুর চড়িয়েছেন রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, শিবানী দান্ডেকর, দিলজিৎ দোসাঞ্জরা। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম।

ওই ঘটনার পরপরই এবার মার্কিন পপ তারকা রিহানাকে সমর্থন করে,তাঁর জন্য গান গাইলেন দিলজিৎ দোসাঞ্জ।

সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাচ্ছে দিল্লির কৃষক আন্দোলন। এবার বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন পপ তারকা রিহানা। আর এতেই রুষ্ট বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। টুইটারে রিহানাকে তীব্র কটাক্ষ করেছেন কঙ্গনা।

কৃষক আন্দোলনের একটি খবর শেয়ার করেছেন রিহানা। সেই টুইট শেয়ার করেই কঙ্গনা লিখেছেন, কেউ এই বিষয় নিয়ে কথা বলছেন না, কারণ এরা কৃষক নয়, সন্ত্রাসবাদী। যারা দেশকে ভাগ করতে চাইছে। যাতে চীন সেই টুকরো টুকরো হয়ে যাওয়া দেশ দখল করে নিতে পারে। আর সেখানে চীনা উপনিবেশ তৈরি করতে পারে।

ঠিক যেমন আমেরিকার ক্ষেত্রে হয়েছিল, তাই চুপ করে থাকো, আমরা তোমাদের মতো নির্বোধ নই যে নিজেদের দেশকে বেচে দেব। টুইটারে কঙ্গনার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অনেকে। কেউ তাঁকে ফ্যান বলে কটাক্ষ করেছেন, কেউ আবার বিদ্রূপ করে লিখেছেন, এবার একটা জিনিস বেশ ভালো হলো যে রিহানাকে অন্তত কঙ্গনা, পরিচালক করণ জোহরের চামচা বলতে পারবেন না।

এমনই টুইটে ভরে গিয়েছে সোশ্যাল সাইট। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। সেই সময় তাঁকেও একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাউত। কানাডার আইন-শৃঙ্খলার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছিলেন।

আরো দেখুনঃ



 


Share

Published

By Partha Mukhopadhyay
Presented by Shahan Alam

Share this with family and friends