মার্চে বাংলাদেশ সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে অংশ নিতে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে যেতে পারেন। ভারত থেকে ফিরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা জানিয়েছেন।

Narendro Modi and Seikh Hasina

Bangladesh Prime Minister Sheikh Hasina and Indian Prime Minister Narendra Modi. Source: Getty Images

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পাশাপাশি বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। ঢাকার বাইরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার বিষয়টি প্রস্তাবের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে মুজিববর্ষ উদ্বোধনের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন আমন্ত্রিত। করোনাভাইরাস মহামারী রূপ নেওয়ায় পরে ওই অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়, বিদেশি অতিথিদেরও আসা হয়নি। তবে এরপর ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়েছিলেন ভারত এবং বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশে যেতে পারেন। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর কেবল উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর সফরে মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত স্বাধীনতা সড়ক, ফেনী সেতু এবং মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন হতে পারে। এই বাইরে সফর ঘিরে দুর্যোগ ব্যবস্থাপনাসহ পাঁচ-ছয়টি সমঝোতা স্মারক আলোচনার টেবিলে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দিল্লিতে সচিব পর্যায়ের আলোচনায় এবারও তিস্তা চুক্তির বিষয়ে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আরো দেখুনঃ




Share

Published

By Partha Mukhopadhyay
Presented by Shahan Alam

Share this with family and friends