অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরি রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন। আমরা কথা বলেছি অনেকের সাথে। এই নির্বাচন নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তৌহিদ মিল্লাত পাটোয়ারী তিনি পেশায় একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।বর্তমান সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাদের নানা ধরণের সহায়তা দিচ্ছেন।তিনি ক্রিয়েটিভ এন্টারটেন্টমেন্ট নামের একটি সাংকৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা।তৌহিদ মিল্লাত পাটোয়ারীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Tawhid Millat Patwari Source: Tawhid Millat Patwari