ভিক্টোরিয়ার সিটি কাউন্সিল নির্বাচনের প্রার্থী মোহাম্মদ মোস্তাদির লিটু যুবকদের নিয়ে একটা সুন্দর সমাজ গড়তে চান

Summer Night Market at Queen Victoria Market

Summer Night Market at Queen Victoria Market Source: City of Melbourne

অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরি রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন।আমরা কথা বলেছি অনেকের সাথে। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মোহাম্মদ মোস্তাদির লিটুর সাথে যিনি একজন সাবেক ক্রিকেটার । তিনি মেলবোর্ন আম্পায়ার এসোসিয়েশনের সদস্য। দীর্ঘ দিন মেলবোর্ন প্রবাসী ,বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত।মোহাম্মদ মোস্তাদির লিটুর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।


Mohammad Mostadir Litu
Mohammad Mostadir Litu Source: Mohammad Mostadir Litu

Share