পার্লামেন্টে ইন্ডিজেনাস ভয়েস গণভোটের সমাপ্তি হলো 'না' দিয়ে

R2R PODCAST GFX ABORIGINAL FLAG TORRES STRAIT FLAG_RED.jpg

Aboriginal and Torres Strait Islander flags Credit: SBS

অস্ট্রেলিয়ানরা 'সংসদে ইন্ডিজেনাস ভয়েস' সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, ছয়টি স্টেট এবং নর্দার্ন টেরিটরির ভোটাররা 'নো' ভোট দিয়েছে। এদিকে এসিটি ভয়েসের পক্ষে ভোট দিয়েছে।


সংসদে ইন্ডিজেনাস ভয়েস প্রত্যাখ্যান করে অস্ট্রেলিয়ার সংখ্যাগরিষ্ঠ ভোটারদের কাছ থেকে 'না' ধ্বনি প্রকাশ পেলো।

২৪ বছর পর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলো প্রথম গণভোট।

টাসমানিয়ার একজন মহিলা বলেছেন যে তিনি না ভোট দিয়েছেন।

তিনি বলেন, আমি মনে করি না যে এটি একটি বিষয় হওয়া উচিত।

টাসমানিয়ার সংখ্যাগরিষ্ঠ ভোটাররা অন্যান্য সমস্ত স্টেট এবং নর্দার্ন টেরোটরির মতোই সেই একই অনুভূতি প্রকাশ করেছেন।

এদিকে এসিটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা হ্যাঁ ভোট দিয়েছে।

হ্যাঁ ভোটের প্রচারক থমাস মায়ো বলেছেন তার হৃদয় ভেঙে গেছে।

তিনি বলেন,"কয়েক দশকের কঠোর পরিশ্রম এবং আমাদের অধিকারের জন্য দাঁড়ানো আজ রাতে সত্যিকারের আঘাত পেয়েছে।"
PM Anthony Albanese .jpg
Australian Prime Minister Anthony Albanese delivers a statement on the outcome of the Voice Referendum at Parliament House.
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজি ঘোষণা করেছেন যে তিনি ফলাফল মেনে নিয়েছেন।

তিনি কোনো দৃঢ় প্রতিশ্রুতি দেননি কিন্তু উচ্চাভিলাষী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলছেন, "আমি অস্ট্রেলীয় জনগণের সিদ্ধান্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সম্মান করি।"

ইন্ডিজেনাস অস্ট্রেলিয়ান বিষয়ক মন্ত্রী লিন্ডা বার্নি আবেগপ্রবণ হয়ে পড়েন কারণ তিনি সরাসরি অস্ট্রেলিয়ার ইন্ডিজেনাসদের কাছে এই বার্তা দিয়েছিলেন "সামনের দিনগুলিতে ব্যবধান কমিয়ে আনতে আমাদের সরকারের নতুন প্রতিশ্রুতি সম্পর্কে আমাকে আরও কিছু বলতে হবে।"
PETER DUTTON VOICE REFERENDUM ADDRESS
Opposition Leader Peter Dutton and Shadow Minister for Indigenous Australians Senator Jacinta Price address the media following the referendum. Source: AAP / JONO SEARLE/AAPIMAGE
এদিকে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন বলেছেন, গণভোটের রায় 'না' হওয়া দেশের জন্য ভালো।

তিনি বলছেন, এই রায় দেশের প্রতি আমাদের ভালবাসা বা একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধাকে কমিয়ে দেবে না।

সিনেটর জ্যাসিন্টা নাম্পিজিনপা বলেছেন যে তিনি 'নো' ভোটের জোরালো রায়কে স্বাগত জানান।

২০২৩ সালের ইন্ডিজিনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোট সম্পর্কে আরো জানুন এসবিএস নেটওয়ার্ক থেকে, সেইসাথে এনআইটিভির মাধ্যমে ফার্স্ট নেশন্স পরিপ্রেক্ষিত থেকেও জানতে পারেন।

থেকে আর্টিক্যাল, ভিডিও এবং পডকাস্ট শুনুন ৬০টিরও বেশি ভাষায়, অথবা থেকে দেখুন সর্বশেষ খবর এবং বিশ্লেষণ, ডকুমেন্টারি এবং বিনোদনমূলক অনুষ্ঠান।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন

Share