মাত্র দু’বছর আগের ঘটনা। কিন্তু, ব্রানসউইক এবং জিমি কিট বলেন, ব্লাক সামার অগ্নিকাণ্ডে/ফায়ারে তাদের বাড়ি হারানোর ঘটনাটি যেন বহুকাল আগে ঘটেছে।
অবশেষে, এই এপ্রিলে তারা তাদের সেই বাড়ির পুনর্নির্মাণ কাজ শুরু করে। তারা বলে, পরবর্তি ভয়ানক ফায়ার সিজনের বিষয়টি তাদের মাথায় রয়েছে।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
২০১৯-২০ সালের সামারে কয়েক মাস সময়ের মাঝে অস্ট্রেলিয়া জুড়ে ৩০০০ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়, ২৪ মিলিয়ন হেক্টর ভূমি পুড়ে যায় এবং ৩৩ জনের মৃত্যু ঘটে।
আগুনে-ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের মাঝে এ নিয়ে কোনো ভুল আশা নেই যে, আবারও এ রকম সঙ্গিন পরিস্থিতি দেখা দিবে না।
অস্ট্রেলিয়ার বিজ্ঞান বিষয়ক সংস্থা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন বা C-S-I-R-O এর সাম্প্রতিক তথ্য অনুসারে দেখা যায়, যে চরম-ভাবাপন্ন আবহাওয়ার কারণে ব্লাক সামার ফায়ার হয় সেই পরিস্থিতি বিগত ৪০ বছরে দ্বিগুণ হয়েছে।
সি-এর-আই-আর-ও এর গবেষক ড. পেপ ক্যানাডেল বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ার বিপদজনক পরিবেশও (কন্ডিশন) দ্রুতগতিতে বাড়ছে।
তিনি বলেন, মডেলিংয়ের মাধ্যমে যে পূর্বানুমান করা হয়েছিল তার তুলনায়, অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আবহাওয়া বা পরিবেশ দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে।
পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: