করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার অনেকগুলো নিষেধাজ্ঞা জারি করেছেন।অন্যদিকে অনেক দেশ তাদের দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে বিমান চলাচল।সীমিত হয়েছে ফ্লাইট সংখ্যা। এরই মধ্যে যারা অট্রালিয়ায় এসেছেন ভিজিটার ভিসাতে তারা বিপাকে পড়েছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু দেশে ফেরত যাওয়ার সুযোগ সীমিত হয়ে আসছে। এমতবস্থায় তারা প্রহর গুনছেন আতঙ্কে।এমনি একজন শিবলী আনোয়ার ঢাকা থেকে সিডনি এসে আটক পড়েছেন।এস বি এস বাংলার সাথে তার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন।শিবলি আনোয়ারের কথোপোকথন শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।