অন্য আবহে এবারের এইচএসসি পরীক্ষা, এতে শিক্ষার্থীরা অখুশি নয়

Exams

HSC students at JJ Cahill Memorial High School, Sydney Source: SBS

হাজার হাজার চূড়ান্ত-বর্ষের ইয়ার ১২ শিক্ষার্থীরা কঠোর নতুন কোভিড ব্যবস্থায় নিউ সাউথ ওয়েলস জুড়ে তাদের শেষ বর্ষের পরীক্ষায় বসেছে। ৯০০ টি নিউ সাউথ ওয়েলস স্কুলর ৭৬০০০ শিক্ষার্থী এবারের ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০২০ সাল শিক্ষার্থীদের জন্য একটি অনন্য বছর। কোভিড-১৯ এর কারণে বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস, স্কুলের বিভিন্ন আনুষ্ঠানিকতা বাতিলকরণ এসব কিছু নিয়ে একটি ব্যতিক্রমী শিক্ষা বছর। শিক্ষার্থীদের এবারে পরীক্ষার অনুভূতি জানতে এসবিএস বাংলা কথা বলেছে বেশ কিছু পরীক্ষার্থীর সাথে। সাক্ষাৎকারগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


Follow SBS Bangla on .

Share