শিশুদেরকে সাংস্কৃতিক বিষয়ে অনলাইনে শিক্ষা দিচ্ছে সিডনির বন্দনা কালচারাল স্কুল

WhatsApp Image 2023-09-21 at 12.10.16 PM.jpeg

সিডনির ইয়াগুনাতে গত ১৭ সেপ্টেম্বর, ২০২৩ রবিবার অনুষ্ঠিত হয়েছে ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন চিলড্রেন্স ফেস্টিভাল। চিলড্রেন্স ফেস্টিভালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সাংস্কৃতিক বৈচিত্র এবং সম্প্রীতি উদযাপন করা হয়। অনলাইন-ভিত্তিক “বন্দনা কালচারাল স্কুল সিডনি”-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. তনিমা বন্দ্যোপাধ্যায় বলেন, “এ বছর আমাদের স্কুল থেকে দু’জন শিক্ষার্থী চিলড্রেন্স ফেস্টিভালে এক্সেলেন্স উইনার অ্যাওয়ার্ড পেয়েছে। তারা হলো: পিহু ঝাঁ এবং তমাজিৎ চক্রবর্তী।” Source: Supplied / Dr Tanima Banerjee

এবারের সিডনির ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন চিলড্রেন্স ফেস্টিভালে অংশগ্রহণ এবং অনলাইন-ভিত্তিক বন্দনা কালচারাল স্কুল সিডনির কার্যক্রম নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. তনিমা বন্দ্যোপাধ্যায়।


২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় এসেছেন কলকাতার ড. তনিমা বন্দ্যোপাধ্যায়। শিশুদেরকে সাংস্কৃতিক এবং অ্যাকাডেমিক বিষয়ে শিক্ষা প্রদানের জন্য বছর তিনেক আগে সিডনিতে তিনি একটি অনলাইন স্কুল প্রতিষ্ঠা করেন। তার জীবনের অন্যতম অনুপ্রেরণা, তার মা মিসেস বন্দনা বন্দ্যোপাধ্যায়ের নামে এই স্কুলটির নাম রাখেন “বন্দনা কালচারাল স্কুল সিডনি”।

এ সম্পর্কে ড. তনিমা বন্দ্যোপাধ্যায় বলেন,

“এই স্কুলটি এখন চতুর্থ বছরে পা দিচ্ছে। এই স্কুলের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন কালচারাল এক্টিভিটিজ আর অ্যাকাডেমিক বিষয়েও আমরা শিখিয়ে থাকি।”
“বাচ্চারা এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে। যেমন, ফাইন আর্টস, ক্যালিগ্রাফি ইত্যাদি।”

“এই স্কুলের মূল লক্ষ্য হচ্ছে কালচারাল ডাইভার্সিটি প্রোমোট করা।”

চিলড্রেন্স ফেস্টিভালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় সাংস্কৃতিক বৈচিত্র এবং সম্প্রীতি উদযাপন করা হয়। সিডনির ইয়াগুনাতে গত ১৭ সেপ্টেম্বর, ২০২৩ রবিবার অনুষ্ঠিত হয়েছে ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন চিলড্রেন্স ফেস্টিভাল। গ্যাজার্ড পার্কে অনুষ্ঠিত এই বহু-সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে বাংলাভাষীরাও অংশ নিয়েছিল।
এ সম্পর্কে “বন্দনা কালচারাল স্কুল সিডনি”-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. তনিমা বন্দ্যোপাধ্যায় বলেন,

“এ বছর আমাদের স্কুল থেকে দু’জন শিক্ষার্থী চিলড্রেন্স ফেস্টিভালে এক্সেলেন্স উইনার অ্যাওয়ার্ড পেয়েছে। তারা হলো: পিহু ঝাঁ এবং তমাজিৎ চক্রবর্তী।”

চিলড্রেন্স ফেস্টিভাল সম্পর্কে ড. তনিমা আরও বলেন,

“আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, এখানে সবথেকে বেশি বৈচিত্র দেখতে পাওয়া যায়। আর, এই চিলড্রেন্স ফেস্টিভালটা একটা ভীষণ বড় একটা অনুষ্ঠান, একটা মেলার মতো; যেখানে বিভিন্ন ধরনের কমিউনিটির লোকেরা আসে।”

“বাচ্চারা অনেক কিছুই শেখে। সেখানে আমরা একটা প্লাটফরম পাই, যেখানে বাচ্চারা নিজেদের কালচারাল হেরিটেজকে তুলে ধরে।”

ড. তনিমা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । আগামী ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাবে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share