ডেভিড ওয়ার্নারের চোট একটা বড় ধাক্কা অস্ট্রেলিয়ার জন্য

Australia's David Warner celebrates after scoring a hundred during the first one-day international cricket match between India and Australia. Source: AAP
আপাতত অস্ট্রেলিয়ার দুর্ভাবনা, টেস্ট সিরিজে ওয়ার্নারকে পাওয়া যায় কিনা। তার চোট খুব গুরুতর নয়, তবে ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে হলে তার অবস্থার উন্নতি হতে হবে দ্রুত।ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ বুধবার। প্রথম দুই ম্যাচই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ার্নার কুঁচকির চোটে ভারতের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং তিন ম্যাচের টি২০ সিরিজ থেকে বাদ পড়েছেন। ওপেনিং ব্যাটসম্যানের পরিবর্তে সাদা বলের ফরমেটে ঘোষণা করা হয়েছে ডার্সি শর্টের নাম।অন্যদিকে সাদা বলের ফরমেটে বাকি ম্যাচগুলোর জন্য বিশ্রাম দেয়া হয়েছে ফাস্ট বোলার প্যাট কামিন্সকেও।
কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘প্যাট আর ডেভি টেস্ট সিরিজে আমাদের পরিকল্পনায় অনিবার্য। ডেভি রিহ্যাবের মধ্যদিয়ে চোট সারিয়ে তুলবে আর প্যাটের ক্ষেত্রে বাকিদের মতোই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে বিশ্রামের প্রয়োজন। বিশেষ করে এই চ্যালেঞ্জিং সময়ে।’
তিনি আরও বলেন, আমাদের কাছে অবশ্যই এই দুই ক্রিকেটারকে আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য ফিট করে তোলার বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য পাচ্ছে। এই দুই ক্রিকেটারকে বিশ্রামে পাঠানো হলেও দলের সঙ্গে থেকে যাচ্ছেন স্ট্রেইন ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে না পারা অল-রাউন্ডার মার্কাস স্টোইনিস।
এদিকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে এখনও অনুশীলনে নামতে পারেননি অল-রাউন্ডার মিচেল মার্শ। এখনও রিহ্যাব সেশন চলছে আইপিএলের প্রথম ম্যাচে চোট পাওয়া সানরাইজার্স হায়দরাবাদের এই ক্রিকেটারের।পার্থ স্কর্চারের হয়ে মার্শ বিগ ব্যাশ লিগে কামব্যাক করবেন বলে মনে করা হচ্ছে।
ওয়ার্নারকে নিয়ে লোকেশ রাহুলের মন্তব্য, সমালোচনার ঝড়

File Photo : Lokesh Rahul Source: AAP
সমোলোচকরা অভিযোগ তুলছে লোকেশ রাহুলের স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে ।নেটদুনিয়ায় তীব্র সমালোচনা ভারতীয় উইকেটরক্ষকের । সিরিজ হারের পর মিডিয়ার সামনে রাহুলকে প্রশ্ন করা হয় আপনি কি শুনেছেন চোটের কারণে ওয়ার্নার সিরিজের বাইরে? ছোট ফরম্যাটে খেলবেন না তিনি। টেস্টেও অনিশ্চিত!,, শুনে খানিকটা রসিকতার ছলেই মন্তব্য করে রাহুল বলেন, ‘এটা অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য ক্ষতি। তবে আমরা চাইব ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে না আসে। তাহলে আমাদেরই সুবিধা হবে।’
এই মন্তব্যটি ক্রিকেটপ্রেমীরা ভালো ভাবে নেয়নি একজন ক্রিকেটারের চোট নিয়ে কেউ এভাবে কথা বলতে পারেন না। নেটিজেনদের মতে , রসিকতা করে বলে থাকলেও ঠিক করেননি রাহুল। স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখানো উচিত ছিল তার। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে আর কোনও প্রতিক্রিয়া দেননি রাহুল।
বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

Virat Kohli of India celebrates the wicket of Aaron Finch of Australia during ODI series between Australia and India at Melbourne Cricket Ground in Jan 2019. Source: Getty Images/Darrian Traynor
সিডনিতে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ভারতীয় বোলিং পড়েছে প্রশ্নের মুখে। দুই ম্যাচেই ৩৭০ রানের বেশি তুলেছে অস্ট্রেলিয়া , এবং এ নিয়ে প্রশ্ন উঠছে ভারতের বোলিং লাইন আপ নিয়ে।ভারতের প্রথম শ্রেণীর দৈনিক আনন্দবাজারে প্রকাশিত এক রিপোর্টে কোহলির অধিনায়কত্বের সমালোচনার খবর বেশ বড়োসড়ো করে প্রকাশ করা হয়।কোহলির নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন গৌতম গম্ভির।সাবেক এই ভারতীয় ব্যাটসম্যানের মনে হচ্ছে, ওয়ানডে ক্রিকেটে টি-টোয়েন্টির মতো অধিনায়কত্ব করছেন কোহলি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় কোহলির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেন গম্ভির।তিনি বলেন “ আমি আসলেই তার অধিনায়কত্ব বুঝতে পারছি না। আমরা বারবার বলে আসছি, অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন-আপকে চাপে ফেলতে শুরুতে উইকেট নেওয়া কতটা জরুরি। অথচ দলের মূল বোলারকে দেওয়া হলো মাত্র ২ ওভার। সাধারণত ওয়ানডেতে এক বোলারের স্পেল থাকে ৪-৩-৩।”
“অথচ দলের সেরা বোলারকে ২ ওভার দেওয়া হলো শুরুতে। এই ধরনের অধিনায়কত্ব আমার মাথায় ঢুকছে না, বিশ্লেষণও করতে পারব না। এটা তো টি-টোয়েন্টি ক্রিকেট নয়! আমি তার সিদ্ধান্তের কারণ খুঁজে পাচ্ছি না, খুবই বাজে অধিনায়কত্ব।”
এত কিছুর পরেও ঘটনা বহুল গ্যালারি

A man proposes to his partner in the crowd during the second ODI cricket match between Australia and India at the SCG in Sydney Source: AAP Image/Dan Himbrechts
হঠাৎ টিভি পর্দায় ভেসে উঠে গ্যালারিতে বসে এক ভারতীয় যুবক এক অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। দর্শকপূর্ণ গ্যালারিতে এ সময় হাঁটুগেড়ে বসে এই মেয়েকে রিং পরিয়ে প্রস্তাব দেন যুবক।কয়েকবার টিভি পর্দায় ভাসে উঠে এই দৃশ্য। মেয়েটি এই আকর্ষিক ঘটনায় আবেগে আপ্লুত ‘হ্যাঁ’ না বলে পারেননি।লুফে নেয় প্রচার মাধ্যমগুলো ফক্স ক্রিকেটের ফেসবুক পেজে প্রস্তাবের মুহূর্তটির ভিডিও প্রকাশ করা হয়। যা ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘সে, হ্যাঁ বলে দিয়েছে।’ মাঠের জায়ান্ট স্ক্রিনে এই দৃশ্য দেখে ম্যাক্সওয়েলকে হাততালি দিতে দেখা যায়।