ভিক্টোরিয়ায় ১৪৮ টি নতুন করোনা-কেস, আরও আট জনের মৃত্যু, জরুরী অবস্থা দীর্ঘায়িত করার উদ্যোগ

ভিক্টোরিয়ায় ১৪৮ টি নতুন করোনা-কেস পাওয়া গেছে এবং আরও আট জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে করোনা-আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৩৮ জন মারা গেছেন। পুরো অস্ট্রেলিয়ায় এ সংখ্যা ৫২৫ জন।

Victorian Premier Daniel Andrews.

Victorian Premier Daniel Andrews. Source: AAP

ভিক্টোরিয়ায় আরও ১৪৮ টি নতুন করোনা-কেস সনাক্ত করা হয়েছে, মারা গেছে আরও আট জন।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ চাচ্ছেন বিদ্যমান স্টেট অফ ইমার্জেন্সিকে আরও ১২ মাসের জন্য বৃদ্ধি করতে। তবে, সংসদে এটি পাশ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

রাজ্যটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সম্প্রতি মারা যাওয়া আট ব্যক্তির মধ্যে ছিলেন ৭০ বছরের কোঠায় থাকা দু’জন পুরুষ, ৮০ এর কোঠায় থাকা চার জন নারী ও এক জন পুরুষ এবং ৯০ এর কোঠায় থাক এক নারী। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ।

মৃতদের মধ্যে সাত জনের সঙ্গে এজড কেয়ার সেটিংস-এর সংশ্লিষ্টতা ছিল। এ নিয়ে রাজ্যটিতে করোনা-আক্রান্ত হয়ে মোট ৪৩৮ জন মারা গেলেন। আর, পুরো অস্ট্রেলিয়ায় মোট সংখ্যা দাঁড়ালো ৫২৫ জন।
ভিক্টোরিয়ায় স্টেট অফ ইমার্জেন্সি লেজিশলেশনের মেয়াদ আরও ১২ মাস বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করার ইঙ্গিত দিয়েছেন ক্রসবেঞ্চাররা।

১৮ মাস পর্যন্ত স্টেট অফ ইমার্জেন্সি বজায় রাখার জন্য সোমবার পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং অ্যাক্ট পুনর্লিখন করার পরিকল্পনার কথা জানান মিস্টার অ্যান্ড্রুজ।

বর্তমানে এই ডিক্লারেশনটি মাত্র ছয় মাস পর্যন্ত চলতে পারে। সে অনুসারে এটি মেলবোর্নের চতুর্থ পর্যায়ের লকডাউন এবং রিজিওনাল ভিক্টোরিয়ার তৃতীয় পর্যায়ের বিধি-নিষেধের পাশাপাশি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা।
এটি ১২ মাসের জন্য বাড়ানো না হলে তার সরকার বাধ্যতামূলক মাস্কের ব্যবহার, আইসোলেশনের নিয়ম-কানুন এবং বিজনেস ডেনসিটি লিমিটের মতো বিধি-নিষেধগুলোর নির্দেশ প্রদান করতে পারবে না, বলেন মিস্টার অ্যান্ড্রুজ।

রিপোর্টারদেরকে তিনি বলেন,

“আমাদেরকে গণস্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই সমস্যার নিরসন না করা পর্যন্ত কোনো অর্থনৈতিক পুনর্গঠনের কাজ হবে না।”

রাজ্যটির বিরোধী দলীয় নেতা মাইকেল ও’ব্রায়েন বলেন, এই লেজিসলেশনের দীর্ঘমেয়াদী বৃদ্ধির তীব্র বিরোধিতা করবে রাজ্যের কোয়ালিশন।

এর মানে হলো, যদি কখনও সংসদ অধীবেশন বসে, যখনই সংসদ অধীবেশন বসবে তখন বিলটি আইনে পরিণত করার জন্য রাজ্যের লেবার সরকারকে আপার হাউজের চার জন ক্রসবেঞ্চারের সমর্থন আদায় করতে হবে।
প্রখ্যাত ক্রসবেঞ্চার ফিওনা প্যাটেন বলেন, এই প্রস্তাবটি যে অবস্থায় আছে, এটি ব্যর্থ হবে।

রিজন পার্টির এই এমপি 3AW-কে বলেন,

“যদি কোনো সমঝোতা থাকতো, যদি এটা নিয়ে পুনরায় কাজ করা হতো, যদি কোনো ধারণা কিংবা নিশ্চয়তা থাকতো যে, সামনে কোনো পরিকল্পনা রয়েছে, তাহলে আমি মনে করি আপনি ক্রসবেঞ্চারদেরকে টেবিলে আনতে পারবেন।”

“কিন্তু এই মুহূর্তে তারা এখানে নেই।”

প্রাক্তন ফেডারাল সিনেটর ডেরিন হিঞ্চও নিশ্চিত করেন যে, তার জাস্টিস পার্টির দু’জন ক্রসবেঞ্চার এই বিলটিতে সমর্থন করবেন না।

3AW-কে তিনি বলেন,

“আমরা ১২ মাসের বিরুদ্ধে ভোট দিব।”

“আপনি কোনো সরকারকে ১২ মাসের জন্য খোলা চেক দিতে পারেন না। আমরা এটা সমর্থন করবো না।”
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।

মেট্রোপলিটন মেলবোর্নের বাসিন্দাদেরকে চতুর্থ পর্যায়ের নিষেধাজ্ঞাগুলো অনুসরণ করতে হবে। তাদেরকে অবশ্যই রাত ৮:০০ পিএম থেকে ভোর ৫:০০ এএম পর্যন্ত কার্ফিউ মেনে চলতে হবে। নিষেধাজ্ঞাগুলোর সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে এখানে: 

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: .

বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

Follow SBS Bangla on .


Share
Published 25 August 2020 3:02pm
Presented by Sikder Taher Ahmad
Source: AAP, SBS


Share this with family and friends