নিউ সাউথ ওয়েলস এবং এসিটির সঙ্গে ‘অচিরেই’ সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নিতে পারে সাউথ অস্ট্রেলিয়া

নিউ সাউথ ওয়েলস এবং এসিটির লোকদের উপর থেকে ‘অচিরেই’ সীমান্ত নিষেধাজ্ঞাগুলো অপসারণ করতে পারেন সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার স্টিভেন মার্শাল।

South Australian Premier Steven Marshall speaks to the media in Adelaide, Friday, July 10, 2020  ((AAP Image/David Mariuz) NO ARCHIVING

South Australian Premier Steven Marshall Source: AAP

নিউ সাউথ ওয়েলস এবং এসিটির সঙ্গে কোভিড-১৯ সীমান্ত নিষেধাজ্ঞাসমূহ অপসারণ করতে পারে সাউথ অস্ট্রেলিয়া। এই সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে আশা করা হচ্ছে।

সাউথ অস্ট্রেলিয়া রাজ্য সরকারের ট্রানজিশন কমিটি মঙ্গলবার এ বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে। বর্তমানে বিদ্যমান ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার শর্ত সেখানে বিবেচনা করা হবে।

প্রিমিয়ার স্টিভেন মার্শাল সোমবার বলেন, কমিটি যদি সীমান্ত নিষেধাজ্ঞাসমূহ শিথিল করতে একমত হয় এবং এটি বাস্তবায়ন করা যদি নিরাপদ হয়, তাহলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি বলেন,

“যারা যত দ্রুত সম্ভব ভ্রমণ করতে চান, সে রকম লোকদেরকে আমরা যতোটা সম্ভব সহায়তা করতে চাই।”

“সংখ্যাগুলো তো আসলেই ভাল। নিউ সাউথ ওয়েলসে মাত্র চারটি নতুন কেস (সোমবার)।”
মঙ্গলবার অ্যাডিলেইড অ্যাডভার্টাইজারকে মিস্টার মার্শাল বলেন, এসিটির ক্যানবেরা হচ্ছে প্রথম এলাকা, কোনো পরিবর্তন আনা হলে সেটি প্রথমে উপকৃত হবে। এরপর নিউ সাউথ ওয়েলস।

“আমরা জানি যে, (কোনো নতুন কেস না থাকার) চমৎকার রেকর্ড নিয়ে ক্যানবেরা অগ্রসর হচ্ছে এবং নিউ সাউথ ওয়েলসও ভাল থেকে ভাল পারফর্ম করে চলেছে ... আর তাই আমি খুবই আশাবাদী যে, সীমান্তগুলোতে আমরা চলাচল দেখতে পাব খুবই, খুবই তাড়াতাড়ি।”
“নিউ সাউথ ওয়েলসে আমরা যখন ১৪ দিনের জন্য কোনো কমিউনিটি ট্রান্সমিশন হতে দেখবো না, আমি মনে করি, সেটা আমাদের সবাইকে বড় আত্মবিশ্বাস যোগাবে যে, আমরা নিরাপদ সীমান্ত উন্মুক্ত করতে পারি।”

সোমবার সাউথ অস্ট্রেলিয়ায় নতুন কোনো সংক্রমণ সনাক্ত করা হয় নি। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী শুরু হওয়ার পর থেকে রাজ্যটিতে এ পর্যন্ত মোট সংক্রমণ সংখ্যা ৪৬৬ জন।

রাজ্যটিতে কোনো সক্রিয় সংক্রমণ নেই।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।


Share
Published 15 September 2020 11:32am
Presented by Sikder Taher Ahmad
Source: AAP, SBS


Share this with family and friends