Key Points
- ফিফা বিশ্বকাপ ২০২২ এর দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া।
- লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার পক্ষে গোল করেন আর অস্ট্রেলিয়ার পক্ষে একটি গোল করেন ক্রেইগ গুডউইন।
- কোয়ার্টার ফাইনালে উন্নীত হলো আর্জেন্টিনা। আর অস্ট্রেলিয়া বাদ পড়লো টুর্নামেন্ট থেকে।
২০০৬ সালের আসরের ১৬ বছর পর, এবার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে । কিন্তু, শেষ রক্ষা হলো না, দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ছিটকে পড়তে হলো তাদেরকে।
অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে, রবিবার সকালে কাতারের আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে, শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে সকারুদের হারিয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপে গোলের দিক দিয়ে তারকা-ফুটবলার লিওনেল মেসি কিংবদন্তী ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন এবং নকআউট পর্বে প্রথম গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেলেন।
খেলায় শুরু থেকেই বল দখলের প্রতিযোগিতায় বেশিরভাগ সময়ে আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। মূলত মেসির নৈপূণ্যই অনেকটা পার্থক্য গড়ে দেয় দল দু’টির মাঝে।
খেলার ৩৪তম মিনিটে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির শট রক্ষণভাগে বাধা পেলে সতীর্থের পা ঘুরে বল আবারও মেসির কাছেই আসে। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জালে বল পাঠিয়ে দেন এই তারকা ফুটবলার।
অসাধারণ এক মাইল-ফলক স্পর্শ করলেন মেসি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এক হাজারতম ম্যাচ খেলার কীর্তি গড়লেন।
আর, প্রথমার্ধ্বে ১-০ গোলে এগিয়ে থাকলো আর্জেন্টিনা। বিরতির পর, ৫৭ মিনিটের মাথায় একটি হাস্যকর ভুল করে বসেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক। বক্সে তার নিজের পায়ে বল ছিল। কিন্তু, মিডফিল্ডার রদরিগো দে পলের ছুটে আসা দেখে যেন দিশেহারা হয়ে গেলেন তিনি। আর, সেই সুযোগে চোখের পলকে তার পা থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠান আলভারেজ।
দলীয় অধিনায়কের এ রকম ভুলে চরম খেসারত দিল অস্ট্রেলিয়া। গোলরক্ষক ম্যাট রায়ান খেলার পরে বলেন, তিনি বলটিকে রক্ষণভাগ থেকে দূরে পাঠাতে চেয়েছিলেন।
তিনি যদি আরেকবার সেই মুহূর্তটি ফিরে পেতেন, তাহলে তিনি লম্বা শটে বলটিকে দূরে পাঠাতেন; ছোট পাস দেওয়ার চেষ্টা করতেন না।
৭৬ মিনিটে এসে নাটকীয়ভাবে ব্যবধান কমে যায়। ক্রেইগ গুডউইনের জোরালো শট এনসো মার্টিনেজের মুখে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
কোয়ার্টার ফাইনালে উন্নীত হলো আর্জেন্টিনা। আর অস্ট্রেলিয়া বাদ পড়লো টুর্নামেন্ট থেকে।
’ভুলের খেসারত দিতে হলো আমাদেরকে’: গ্রাহাম আর্নল্ড
অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড বলেন, তিনি তার ‘ছেলেদের নিয়ে গর্বিত’ এবং তাদের প্রচেষ্টার কারণে তিনি কৃতজ্ঞ, বিশেষত, বিশ্বের তিন নম্বর র্যাংকিংয়ের দলের বিরুদ্ধে তাদের পারফরমেন্সের কারণে।
এসবিএস স্পোর্টকে তিনি বলেন,
“মেসির করা প্রথম গোলটি অসাধারণ ছিল। তবে, আপনি জানেন আমাদেরকে সেই ভুলের খেসারত দিতে হলো।”
ভুল বলতে তিনি আর্জেন্টিনার দ্বিতীয় গোলটির প্রতি ইঙ্গিত করেন।
কোয়ার্টার ফাইনালে শনিবার সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ তিন বারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: