অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন অফ স্পোর্টস এন্ড এডুকেশনের পক্ষে সংগঠনের সেক্রেটারি আসকার আশরাফ এসবিএস বাংলাকে সাকিব এবং আশরাফুলের অস্ট্রেলিয়ায় আসার তথ্যটি নিশ্চিত করেছেন।
মিঃ আশরাফ বলেন, "এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়া নিবাসী বাংলাদেশের তরুণ প্রজন্মকে স্বাধীনতার পটভূমি, স্বাধীনতা সংগ্রাম, আর বাংলাদেশ ক্রিকেটের পটভূমি এবং বিকাশের সাথে পরিচয় করিয়ে দেয়া।"
তিনি জানান, এই উদ্যোগের সাথে উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত আছেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দল এবং বিভিন্ন পর্যায়ে খেলা প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়।
উল্লেখ্য, বর্তমানে সাকিব আইসিসির নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে আছেন। কিন্তু চ্যারিটি ক্রিকেটে অংশ নিতে বাধা নেই।
আসকার আশরাফ জানান, ২৮শে মার্চের দিনব্যাপী ইভেন্টটি শুরু হবে সকাল ১০টায়। উদ্বোধনী বক্তব্যের পর বেলা ১২টায় শিশুকিশোরদের সাথে ক্রিকেট খেলবেন সাকিব এবং আশরাফুল। এরপর বেলা ১:৩০টায় শুরু হবে মেলবোর্ন এবং সিডনির বাংলাদেশি কমুনিটির সদস্যদের নিয়ে গড়া দুটি দলের মধ্যে চ্যারিটি ক্রিকেট ম্যাচ।
"ম্যাচের বিরতির ফাঁকে অনুষ্ঠিত হবে বয়োজ্যেষ্ঠদের জন্য 'সিনিয়র ক্রিকেট ফান' এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হবে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভ্যাল।"
মিঃ আশরাফ জানান, "এই ম্যাচটি নিয়ে কমুনিটির মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রবাসের ব্যস্ততার মধ্যে ক্রিকেটামোদী বাংলাদেশিরা এমন একটি ইভেন্টের জন্য অনেক দিন ধরে প্রত্যাশা করছিলেন। সাকিব এবং আশরাফুলের উপস্থিতি এই চ্যারিটি ম্যাচে দর্শকদের বাড়তি আনন্দ উপহার দেবে বলে আমাদের বিশ্বাস।"
মেলবোর্নের উত্তরে থর্নবারির মায়ার পার্কে অনুষ্ঠিতব্য এই খেলাটি ইয়েস টিভির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন অফ স্পোর্টস এন্ড এডুকেশনের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
আরো পড়ুন: