অস্ট্রেলিয়ায় এস্ট্রাজেনিকা ভ্যাকসিনের ঘাটতির জন্য ইইউ'কে দোষারোপের কথা অস্বীকার করেছেন স্কট মরিসন

প্রধানমন্ত্রী স্কট মরিসন ভ্যাকসিন সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, এর আগের রাতে ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়ায় এস্ট্রা জেনিকা ভ্যাকসিনের চালান আটকে দেয়ার কথা অস্বীকার করে।

Prime Minister Scott Morrison at a press conference at Parliament House in Canberra.

Prime Minister Scott Morrison at a press conference at Parliament House in Canberra. Source: AAP

প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ার অ্যাস্ট্রাজেনিকা করোনাভাইরাস ভ্যাকসিনের ঘাটতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করার কথা অস্বীকার করেছেন। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে সরকার আরও ৩.১ মিলিয়ন ডোজ আশা করেছিল, যা তারা পাননি।

মঙ্গলবার মিঃ মরিসনের কথায় মনে হয়েছিল অস্ট্রেলিয়ার জন্য ডোজের যে আমদানি চুক্তি করা হয়েছে তা আটকে দেয়া হয়েছে।

এতে ইউরোপীয় ইউনিয়ন নড়েচড়ে উঠে, তারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাস্ট্রাজেনিকার কোভিড -১৯ ভ্যাকসিনের ৩.১ মিলিয়ন ডোজ সরবরাহ বন্ধ করে দিয়েছে এমন দাবির বিরুদ্ধে অবস্থান নেয়।

আরও দেখুনঃ
মিঃ মরিসন বুধবার সাংবাদিকদের বলেন যে তিনি কেবল বলেছিলেন যে অস্ট্রেলিয়া চুক্তিভিত্তিক ভ্যাকসিনের উপর নির্ভর করে তার রোলআউট কর্মসূচি প্রণয়ন করেছিল।

"আমি জোরের সাথে বলতে চাই যে গতকাল কখনই আমি ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপের বিষয়ে কোনও মন্তব্য করি নি," তিনি ক্যানবেরায় সাংবাদিকদের বলেন।

"গতকাল আমি ইউরোপীয় ইউনিয়নের যে কোনও সমালোচনা করেছিলাম এমন যে কোন ইঙ্গিত পুরোপুরি ভুল হবে।"

এই বিরোধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন জুড়ে অ্যাস্ট্রাজেনেকা শটের প্রচুর ঘাটতি দেখা যাচ্ছে এবং অস্ট্রেলিয়ার ভ্যাকসিন কর্মসূচিকে বিলম্বিত করেছে।
Prime Minister Scott Morrison has denied blaming the EU over vaccine supply issues.
Prime Minister Scott Morrison has denied blaming the EU over vaccine supply issues. Source: AAP
সরকারের ভ্যাকসিন রোলআউট লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগের বিরুদ্ধে মিঃ মরিসন আত্মপক্ষ সমর্থন করেছেন।

"এটি সোজা গণিত। ৩.৮ মিলিয়ন ডোজের মধ্যে ৩.১ মিলিয়ন ডোজ অস্ট্রেলিয়ায় আসে নি," তিনি বলেন।

"স্পষ্টতই এটি টিকা কর্মসূচির প্রথমদিকে রোলআউটে খুব গুরুতর প্রভাব ফেলেছিল।"

ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র গত রাতে বলেন যে প্রায় ৫০০ রফতানির অনুরোধের মধ্যে মাত্র একটি অনুরোধ মার্চ মাসে ফিরিয়ে দেয়া হয় যেখানে অস্ট্রেলিয়ায় আড়াই লাখ ডোজ সরবরাহ করার কথা ছিল, যা সর্বজনবিদিত।

মঙ্গলবার ইউরোপে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেছেন, "অস্ট্রেলিয়ায় বা অন্য কোনও দেশে ভ্যাকসিনের রফতানি আটকাতে আমরা কোনও নতুন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করতে পারছি না।"



ইউরোপীয় ইউনিয়ন অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের নিজস্ব ঘাটতি মোকাবেলা করছে কারণ ওষুধ সংস্থাটি চাহিদা মোকাবেলায় কর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি চাহিদার ৩০০ মিলিয়ন ডোজের মধ্যে জুনের শেষে ব্লকটিতে মাত্র ১০০ মিলিয়ন ডোজ সরবরাহ করতে পারবে।

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania

আরও দেখুনঃ



 


Share
Published 7 April 2021 4:03pm
Updated 8 April 2021 3:54pm
By Tom Stayner
Presented by Shahan Alam


Share this with family and friends