নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাউদার্ন হাইল্যান্ডস রিজিওনে স্থানীয়ভাবে চারটি নতুন সংক্রমণ সনাক্ত করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সেখানকার একটি স্থানীয় স্কুল এবং চাইল্ডকেয়ার সেন্টার বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত, বিগত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে ৯ টি নতুন সংক্রমণ সনাক্ত করা হয়। এগুলোর মধ্যে ৫ জন বিদেশ-ফেরত ভ্রমণকারী। তারা হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন।
স্থানীয়ভাবে সংক্রমিত বাকি ৪ জনের মধ্যে তিন জনের সংক্রমণের উৎস সম্পর্কে জানা গেছে। সেগুলো পরিচিত কন্টাক্ট। আর, বাকি এক জনের সংক্রমণের কারণ সম্পর্কে এখনও অনুসন্ধান চালানো হচ্ছে।
স্থানীয়ভাবে সংক্রমণের এই ঘটনাগুলো ঘটেছে মস ভ্যালে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও কন্টাক্ট ট্রেসিং করার জন্য শুক্রবার মস ভ্যাল পাবলিক স্কুল ও সাউদার্ন হাইল্যান্ডস আর্লি চাইল্ডহুড সেন্টার বন্ধ করা হয়েছে। সংক্রমিত একজন স্কুলটিতে গিয়েছিলেন এবং সংক্রমিত অপর একজন গিয়েছিলেন চাইল্ডকেয়ার সেন্টারে।
শুক্রবার মস ভ্যালের বাসিন্দাদেরকে কোভিড-১৯ এর লক্ষণ ও উপসর্গ সম্পর্কে খুবই সতর্ক থাকতে বলেছে নিউ সাউথ ওয়েলস হেলথ। কারও মাঝে হালকা লক্ষণ দেখা দিলেও কোভিড-১৯ টেস্ট করাতে বলা হয়েছে।
মস ভ্যাল পাবলিক স্কুলের শিক্ষার্থী এবং কর্মীদেরকে সেল্ফ-আইসোলেশন করতে বলা হয়েছে।
সাত মাসেরও বেশি সময় পর । নিউ সাউথ ওয়েলসের বাসিন্দারা এখন ট্যাসমানিয়ায় অবাধে ভ্রমণ করতে পারবেন। তাদেরকে সেখানে গিয়ে কোয়ারেন্টিন করতে হবে না।

Victoria Increases COVID-19 Testing As Government Considers Easing Coronavirus Lockdown Restrictions Source: AAP
এদিকে, ২৩ নভেম্বর থেকে ভিক্টোরিয়ার বাসিন্দাদের জন্য নিউ সাউথ ওয়েলস খুলে দেওয়ার ঘোষণার পর, গত বৃহস্পতিবার, কর্মহীনতা বৃদ্ধির মতো “ভয়ানক অভিঘাত” থেকে বাঁচার জন্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের প্রতি চাপ দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান।

گلادیس برجیکلیان نخست وزیر ایالت نیو ساوت ولز Source: AAP
বৃহস্পতিবার তারা সাউথ-ওয়েস্ট সিডনির বাসিন্দাদের প্রতি আহ্বান জানান, কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে টেস্ট করানোর জন্য। কারণ, সেই এলাকার নর্দমাগুলোতে ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে।
রাজ্যটিতে এক জন কোভিড-১৯ রোগী ইনটেনসিভ কেয়ারে আছেন।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
Please check the relevant guidelines for your state or territory: , , , , , , .