অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামীকাল শুক্রবার সিডনিতে শুরু হচ্ছে । খেলা শুরু হবে সিডনি সময় দুপুর ২.৪০ মিনিটে । একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে রবিবার। তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। এরপর হবে তিন ম্যাচের টি২০ এবং সর্বশেষ চার টেস্টের ‘বোর্ডার-গাভাস্কার’ ট্রফি

 File Photo: Australia vs India

File Photo: Australia vs India Source: AAP Image/ AP Photo/Aijaz Rahi

হাইলাইটস

  • কোরোনার কারণে স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার ওয়ানডে ও টি ২০ তে স্টেডিয়ামে ধারণ ক্ষমতার অর্ধেক সংখ্যক দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।
  • অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ১৯৮০ থেকে এ পর্যন্ত ১৪০ টি ওয়ান ডে ম্যাচে হয়েছে। অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৭৮ টিতে আর ভারত জয় পেয়েছে ৫২ টিতে বাকি ১০ টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে।
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ১৭ ওয়ানডে ম্যাচে। তার মধ্যে ১১টিতেই জিতেছে ভারত।
আইপিএল শেষে আরব আমিরাত থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় এসেছে ভারতের ক্রিকেটাররা । কোয়ারেন্টাইন ও অনুশীলন পর্ব শেষে এখন শুরু মাঠের লড়াই।ওপেনার রেহিত শর্মা ইনজুরির কারণে ওয়ানডে ও টি২০স্কোয়াডে থাকছে না ।কোভিড কালীন এই সময়ে সম্প্রতি ইংল্যান্ডে সীমিত ওভারের দুটি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া । করোনা পরিস্থিতির উন্নতির মধ্যে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে ভারতের ক্রিকেট দল আর এটি হচ্ছে  দীর্ঘ বিরতির পর তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ।

কোরোনার কারণে স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার ওয়ানডে ও টি২০ তে স্টেডিয়ামে ধারণ ক্ষমতার অর্ধেক সংখ্যক দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।

গত বছর জানুয়ারিতে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিতের পর শেষ ম্যাচে হেরে গিয়েছিল ভারত। নিষেধাজ্ঞার কারণে ওই সিরিজে ছিলেন না স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফেরায় অস্ট্রেলিয়া এখন অনেক শক্তিশালী অবস্থানে আছে।ভারতের বিপক্ষে টেস্টে ছয় এবং ওয়ানডেতে একাধিক সেঞ্চুরি আছে স্মিথের।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ১৯৮০ থেকে এ পর্যন্ত ১৪০ টি ওয়ান ডে ম্যাচে হয়েছে। অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৭৮ টিতে আর ভারত জয় পেয়েছে ৫২ টিতে বাকি ১০ টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে।

ফিঞ্চ, ওয়ার্নার, স্মিথ, মার্নাস লাবুশেন, এ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সাজানো অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন বেশ শক্তিশালী। বোলিংয়ে পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের আরো আছেন স্পিনার এ্যাডাম জাম্পা। অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, এ্যাস্টন এ্যাগার। আছেন জস হ্যাজেলউড ও এ্যান্ড্রু টাই।

আইসিসির বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারত দ্বিতীয় আর অস্ট্রেলিয়া চতুর্থ স্থানে। ভারতের এই স্কোয়াডটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ। প্রতিপক্ষকে সামাল দেয়ার জন্য সবই আছে । ব্যাটিংয়ে রোহিত নেই কিন্তু শিখর ধাওয়ানের সঙ্গে থাকবেন লোকেশ রাহুল। শ্রেয়াস আইয়ার, মানিশ পান্ডে, সঞ্জু স্যামসন। পেস বোলিংয়ে জাসপ্রিত বুমরাহর সঙ্গে আছেন মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, অলরাউন্ডার হারদিক পান্ডিয়া। স্পিনে যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবের সঙ্গে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান স্পর্শ করতে কোহলির চাই আর মাত্র ১৩৩ রান। ২৩৯ ইনিংসে কোহলির রান এখন ১১৮৬৭। তিন ম্যাচ সিরিজে ১৩৩ রান করলেই কোহলি দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান স্পর্শ করবেন। টেস্ট, ওয়ানডে, টি২০- তিন ফরমেট মিলিয়ে আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডেও পন্টিংকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ কোহলির সামনে।

৭১ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক পন্টিং। ৭০ সেঞ্চুরি নিয়ে তার কাছাকাছি রয়েছেন কোহলি। মাত্র ৩৮ ইনিংস খেলে কোহলি এরই মধ্যেই ৮ সেঞ্চুরি করে ফেলেছেন অজিদের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ১৭ ওয়ানডে ম্যাচে। তার মধ্যে ১১টিতেই জিতেছে ভারত।


Share

Published

By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends