ওয়ান ডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো ভারত

ব্যাট হাতে ১৯৫ রানের বড় লক্ষ্য দিয়েছিলো অস্ট্রেলিয়া।একটা সময় ভারতের জন্য রান তাড়া করে জেতাটা কঠিনই মনে হচ্ছিল।ভারতের শেষ ৩ ওভারে ৩৭ রান দরকার ছিল ।হার্দিক-আয়াররা ২ বল হাতে রেখেই সহজে রান তাড়া করে জয় এনে দিলো ভারতকে।শেষের ঝড়ে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ এলোমেলো করে দিলেন এই দুই ব্যাটসম্যান।সহজে রান তাড়া করে ম্যাচটা ভারত জিতল।

Virat Kohli of India (left) celebrates after dropping then running out Matthew Wade of Australia during the second T20 cricket match between Australia and India at the SCG, Sydney, Sunday, December 6, 2020.

Virat Kohli of India (left) celebrates after dropping then running out Matthew Wade of Australia during the second T20 cricket match between Australia and India Source: AAP Image/Dean Lewins

সিডনিতে এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে ভারত । সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা জয় পেয়েছিলো ১১ রানে।আর এবার জিতলো ৬ উইকেটের বড় ব্যবধানে।

১৯৫ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল ভারত। লোকেশ রাহুল (২২ বলে ৩০), শিখর ধাওয়ান (৩৬ বলে ৫২), বিরাট কোহলিরা (২৪ বলে ৪০) এই জয় কে এগিয়ে রেখেছিলো।

১৭তম ওভারের প্রথম বলেই কোহলি আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় ভারত।এর পর ব্যাট হাতে জয়ের বন্দরে নিয়ে গেছেন হার্দিক পান্ডিয়া আর শ্রেয়াস আয়ার।পঞ্চম উইকেটে এই জুটি ২১ বলে গড়ে ৪৬ রান করেন । এতে বড় অবদান ছিল হার্দিকেরই। ২২ বলে ৩ চার আর ২ ছয়ের সাজানো ৪২ রানে অপরাজিত থাকেন হার্দিক। ৫ বলে ১২ রান করেন আয়ার।

টস হেরে ব্যাট করতে নেমে দলকে এগিয়ে নেন ওয়েড।৩২ বলে ১০ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৮ রান করে ওয়েড হন রানআউটের শিকার। এরপর স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ময়েসেস হেনড্রিকসরা রানের গতি বাড়িয়ে নিয়েছেন।ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ম্যাথু ওয়েড আর স্টিভেন স্মিথের ব্যাটে ৫ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ডি'আরচি শর্ট ৯ করে ফেরার আগে উদ্বোধনী জুটিতে তাকে নিয়ে ২৭ বলে ৪৭ রানের ঝড়ো জুটি গড়ে অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক।

স্মিথ ৩৮ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন ৪৬ রানের ইনিংস। ম্যাক্সওয়েল ১৩ বলে ২ ছক্কায় করেন ২২ রান।
এছাড়া হেনড্রিকস ১৮ বলে ২৬ আর শেষদিকে মার্কাস স্টয়নিস আর ড্যানিয়েল স্যামসও অল্প সময়ে ঠিকই দলের প্রয়োজন মিটিয়েছেন। স্টয়নিস ৭ বলে অপরাজিত থাকেন ১৬ রানে। ৩ বলে ৮ করেন স্যামস। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান যোগ করে অস্ট্রেলিয়া।

অন্যদিকে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন টি নটরাজ। ২০ রান দিয়ে ২টি উইকেট নেন বাঁহাতি এই পেসার। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর আর ইয়ুজব্ন্দ্রে চাহাল।


Share

Published

Updated

By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends