Feature

কমিউনিটি সুরক্ষায় অর্থ বরাদ্দ

এনএসডাব্লিউর যেসব কমিউনিটি সংগঠন কমিউনিটির সুরক্ষায় কাজ করে থাকেন, তাদের জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Community Safety Initiatives

Source: NSW Government

আগামী ১০ অগাষ্টের মধ্যে কমিউনিটি সংগঠনগুলোকে সুরক্ষা উদ্যোগের প্রস্তাবিত প্রকল্প জমা দেয়ার আহ্বান জানিয়েছে এনএসডাব্লিউ সরকার।

কমিউনিটি সংগঠনের পাশাপাশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, যারা কিনা কমিউনিটির অপরাধ দমনে কাজ করে থাকেন তারাও এ বরাদ্দের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

সরকারের 'কমিউনিটি নিরাপত্তা তহবিল' থেকে এ বরাদ্দ দেয়া হবে। বরাদ্দের পরিমাণ ২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার।

যেসব প্রকল্পে অর্থ বরাদ্দ দেয়া হবে:

১. স্থানীয় অপরাধ প্রবণ (হট স্পট) এলাকা চিহ্নিতকরণ

২. কমিউনিটিতে সমাজ বিরোধী কার্যক্রম চিহ্নিতকরণ

৩. জনসাধারণের জন্য নির্ধারিত উম্মুক্ত স্থানের নিরাপদ এবং সর্বাধিক ব্যবহার নিশ্চিত করা প্রকল্প

৪. কমিউনিটির নিরাপত্তা, অপরাধ হ্রাস, প্রতিরোধ ও সনাক্তকরণে সহযোগী কার্যক্রম পরিচালনা 

এ বিষয়ে পুলিশ মন্ত্রী ট্রয় গ্রান্ট বলেছেন, "এলাকার সমস্যা সমাধানে স্থানীয়রাই সঠিক ভূমিকা রাখতে পারেন।"

"সবচেয়ে ভাল অপরাধ প্রতিরোধ কৌশলগুলি তৃণমূল পর্যায় থেকেই আসে।"

২০১৫ সাল থেকে ৫২টি প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে কমিউনিটি নিরাপত্তা তহবিল থেকে। যার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বাড়াতে সড়ক বাতি স্থাপন, যুব- কেন্দ্রিক উদ্যোগ এবং পারিবারিক সহিংসতা কমাতে শিক্ষা প্রোগ্রাম। 


Share
Published 19 July 2018 2:46pm
Updated 19 July 2018 3:46pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: NSW Government


Share this with family and friends