অবশেষে সান্তনার জয় পেলো ভারত

ক্যানবেরার মানুকা ওভালে ভাগ্য ফিরলো কোহিলিদের।সিডনিতে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেলো। দুই ম্যাচেই টস জিতে আগে ব্যাট করে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজও জিতেছে ।অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল ভারত।

Australia v India - ODI: Game 3

File Photo :Virat Kohli of India celebrates the wicket of Aaron Finch Source: Getty Images/Darrian Traynor

তৃতীয় ওয়ানডেতে ১৩ রানে জিতেছে বিরাট কোহলির দল। আইসিসি ওয়ানডে সুপার লিগে পেয়েছে প্রথম পয়েন্ট। প্রথম দুই ম্যাচে জেতা অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জিতেছে সিরিজ।

ওয়ান ডের শেষ ম্যাচে ভেন্যু ছিল মানুকা ওভাল ক্যানবেরা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
তাতে অবশ্য কাজও হয়েছে। সিরিজের এই ম্যাচে শেষে ভারত জয়ের দেখা পেয়েছে।আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত।অস্ট্রেলিয়ার জন্য এ লক্ষ্য খুব একটা বেশি ছিল না।ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত থাকলে খেলার ফল অন্যরকমও হতে পারতো।

অধিনায়ক ফিঞ্চের ব্যাট থেকে এসেছে ৭৫। মিডল অর্ডারে কেউ প্রতিরোধ গড়তে পারেনি।সাতে নামা গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট ঝলসে উঠেছিল ক্ষনিকের জন্য।৪৪.৩ ওভারে ম্যাক্সওয়েল বুমরার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ঘুরে যায় ম্যাচের মোড়। ৪ ছক্কা ও ৩ চারে ৩৮ বলে ৫৯ রানের এক অসাধারণ ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল যখন আউট হয় খোকন অস্ট্রেলিয়ার ৩৩ বলে ৩৫ রান দরকার ছিল।হাতে ছিল ৩ উইকেট। অ্যাশটন অ্যাগার কে নিয়ে ভরসা ছিল অস্ট্রেলিয়ার।কিন্তু ৪৭তম ওভারের শেষ বল ও পরের ওভারের প্রথম বলে শন অ্যাবট (৪) ও অ্যাগারকে (২৮) আউট করে জয়ের দিকে এগুতে থাকে ভারত।

অস্ট্রেলিয়ার জিততে হলে শেষ ওভারে দরকার ছিল ১৫ রান উইকেটে তখন অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড জুটি।ডেথ ওভারে যশপ্রীত বুমরাকে আক্রমণে আনেন কোহলি।এরপর তৃতীয় বলে জাম্পাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ভারতকে ১৩ রানের জয় এনে দেন বুমরা। শেষ ম্যাচটা জিতে অন্তত সিরিজ হারের সান্ত্বনা পেল ভারত। অস্ট্রেলিয়া সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

ভারতের হয়ে ৩ উইকেট শার্দূল ঠাকুরের। ২টি করে উইকেট বুমরা ও নটরাজনের।
এর আগে ভারতের ইনিংস ৩০০ পার হয়েছে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটিতে।

৭৬ বলে ৯২ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া। অন্য পাশে ৫০ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন জাদেজা। কোহলির ব্যাট থেকে এসেছে ৬৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন অ্যাগার।

বারবার রং পাল্টানো ম্যাচে দলকে টানছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আরেকটি বিস্ফোরক ইনিংসে সহজ করে ফেলেছিলেন সমীকরণ। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন জাসপ্রিত বুমরাহ। রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল ভারত।

তৃতীয় ওয়ানডেতে ১৩ রানে জিতেছে বিরাট কোহলির দল। আইসিসি ওয়ানডে সুপার লিগে পেয়েছে প্রথম পয়েন্ট। প্রথম দুই ম্যাচে জেতা অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জিতেছে সিরিজ।

৩২ ওভার শেষে ৫ উইকেটে ১৫২ রান করা ভারতের সংগ্রহ প্রায় দ্বিগুণ করে ফেলেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। তাদের বিস্ফোরক ব্যাটিংয়ে সফরকারীরা ৫০ ওভারে ৫ উইকেটে করে ৩০২ রান। পরে তাদের দারুণ বোলিংয়ে তিন বল বাকি থাকতে ২৮৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ক্যারিয়ার সেরা ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন পান্ডিয়া। প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির জন্য সিরিজ সেরা স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩০২/৫ (ধাওয়ান ১৬, গিল ৩৩, কোহলি ৬৩, আইয়ার ১৯, রাহুল ৫, পান্ডিয়া ৯২*, জাদেজা ৬৬*; হেইজেলউড ১০-১-৬৬-১, ম্যাক্সওয়েল ৫-০-২৭-০, অ্যাবট ১০-০-৮৪-১, গ্রিন ৪-০-২৭-০, অ্যাগার ১০-০৪৪-২, জ্যাম্পা ১০-০-৪৫-১, হেনরিকস ১-০-৭-০)

অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৮৯ (লাবুশেন ৭, ফিঞ্চ ৭৫, স্মিথ ৭, হেনরিকস ২২, গ্রিন ২১, কেয়ারি ৩৮, ম্যাক্সওয়েল ৫৯, অ্যাগার ২৮, অ্যাবট ৪, জ্যাম্পা ৪, হেইজেলউড ৭*; বুমরাহ ৯.৩-০-০-০, নটরাজন ১০-১-৭০-০, শার্দুল ১০-১-৫১-৩, কুলদীপ ১০-০-৫৭-১, জাদেজা ১০-০-৬২-১)

ফলাফল : ভারত ১৩ রানে জয়ী

 


Share

Published

Updated

By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends