সাউথ-ওয়েস্ট সিডনির লাকেম্বায় গত সোমবার স্থানীয়ভাবে দুই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।
লাকেম্বার এটুজেড মেডিকেল ক্লিনিকে কর্মরত দু’জন চিকিৎসকের মাঝে করোনাভাইরাস সংক্রমণ সনাক্ত করা হয়েছে। এর আগে আক্রান্ত হওয়া এক ব্যক্তির সঙ্গে তাদের দু’জনের যোগসূত্র রয়েছে। তবে, সেই ব্যক্তি কীভাবে আক্রান্ত হয়েছিলেন সে সম্পর্কে এখনও জানা যায় নি।
মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস হেলথ বলেছে, অন্যান্য ক্লাস্টারের সঙ্গে এই কেসগুলোর কোনো যোগসূত্র থাকার কথা জানা যায় নি।
৯ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭.৩০ পিএম থেকে রাত ৮.৩০ পিএম পর্যন্ত সময়ে যারা টেকঅ্যাওয়ে ফুড শপ আলি ডাইন ইন এবং টেক অ্যাওয়ে লাকেম্বাতে ছিলেন, তাদেরকে সতর্ক করে একটি হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে।
আর, ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মাঝে যারা এটুজেড মেডিকেল সেন্টারে গিয়েছিলেন, তাদেরকে অচিরেই করোনাভাইরাস টেস্ট করাতে বলা হয়েছে। ইতোমধ্যে ১৪ দিন অতিবাহিত হয়ে গেছে। তাদের টেস্ট রেজাল্ট যদি নেগেটিভ আসে, তাহলে তাদেরকে আর আইসোলেশনে যেতে হবে না।
লাকেম্বার আইএসআরএ মেডিকেল প্র্যাকটিসেও একজন সংক্রমিত রোগী গিয়েছিলেন। গত ৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ৬ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত সময়ের মাঝে সেখানে কেউ গিয়ে থাকলে তিনি ক্যাজুয়াল কন্টাক্ট হিসেবে বিবেচিত হবেন। তাকে অবশ্যই লক্ষণ ও উপসর্গ মনিটর করতে হবে। উপসর্গ দেখা দিলে তাকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে এবং টেস্টের রেজাল্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।
এই ক্লাস্টার প্রতিরোধ করার জন্য নিউ সাউথ ওয়েলস হেলথ লাকেম্বায় একটি পপ-আপ ক্লিনিক স্থাপন করেছে।
সম্প্রতি করোনাভাইরাস টেস্ট সংখ্যা কমে যাওয়ায় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।
জনগণকে, বিশেষত ওয়েস্ট ও সাউথ-ওয়েস্ট সিডনির বাসিন্দাদের প্রতি কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে, কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দিলে টেস্ট করানোর জন্য।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।