- ভিক্টোরিয়ার পাঁচ দিনের লকডাউন এখন বাড়ানো হয়েছে।
- নিউ সাউথ ওয়েলসে আজ স্থানীয়ভাবে নতুন ৯৮টি কেস সনাক্ত। এদের মধ্যে ২০ জন কমিউনিটিতে সংক্রমিত হয়েছেন।
- ছোট থেকে মাঝারি ব্যবসাগুলোর জন্য কোভিড লকডাউন গ্রান্ট-এর আবেদন গ্রহণ করা শুরু করেছে সার্ভিস এন-এস-ডব্লিউ।
- কোভিড টিকাদান কর্মসূচির গতি বাড়াতে ফাইজার ভ্যাকসিনের এক মিলিয়ন ডোজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে।
ভিক্টোরিয়া
পূর্ব-পরিকল্পনা অনুসারে মঙ্গলবার রাতে ভিক্টোরিয়ার লকডাউন শেষ হচ্ছে না। প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু লকডাউন তুলে নেওয়ার জন্য নিয়ম-কানুন ও দিন-ক্ষণ এখনও নির্ধারণ করেন নি।
ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে ১৩টি নতুন সংক্রমণের কেস সনাক্ত করা হয়েছে। একজন সংক্রমিত হয়েছেন বিদেশে। ভিক্টোরিয়ায় সর্বমোট সক্রিয় কেস সংখ্যা এখন ৮১।
আর, বর্তমানে ১৫,৮০০ জন প্রাইমারি ক্লোজ কন্টাক্ট কোয়ারেন্টিনে কিংবা আইসোলেশনে আছেন। নতুন সংক্রমিত স্থান সংখ্যা এখন আড়াই শয়েরও বেশি। একটি তালিকা কিংবা মানচিত্রে সম্পর্কে দেখুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৯৮টি নতুন কেস সনাক্ত করা হয়েছে। এগুলোর তিন ভাগের দু’ভাগই সনাক্ত করা হয়েছে সাউথ-ওয়েস্ট সিডনিতে। ৬১টি কেসের সম্পর্ক রয়েছে একটি পরিচিত ক্লাস্টারের সঙ্গে। আর, ৩৭ টি কেসের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে। এছাড়া, ২০টি নতুন কেসের ক্ষেত্রে দেখা যায়, সংক্রমিত অবস্থায় তারা এক দিনেরও বেশি সময় কমিউনিটিতে কাটিয়েছেন।
গ্রেটার সিডনিতে, নতুনভাবে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মাঝে রয়েছে সকল প্রকার নির্মাণ-কাজ বন্ধ করা এবং অপরিহার্য নয় এ রকম খুচরা দোকানগুলো বন্ধ করা। তবে, সুপারমার্কেট, ফার্মেসি, ব্যাংক এবং লিকার স্টোরগুলো খোলা থাকবে।
ছোট থেকে মাঝারি ব্যবসাগুলোর জন্য কোভিড লকডাউন গ্রান্ট-এর আবেদন গ্রহণ করা শুরু করেছে সার্ভিস এন-এস-ডব্লিউ। যে-সব ব্যবসা এর আগে কোভিড-১৯ স্মল বিজনেস গ্রান্ট, ২০২০ স্মল বিজনেস কোভিড-১৯ সাপোর্ট এবং স্মল বিজনেস রিকভারি গ্রান্টস পেয়েছেন, তারাও এর জন্য আবেদন করতে পারবেন। ১৩ সেপ্টেম্বর ২০২১, রাত ১১:৫৯ পিএম পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আরও তথ্যের জন্য দেখুন: .
বর্তমান এই লকডাউনটি আগামী ৩০ জুলাই, শুক্রবার রাত ১১:৫৯ পিএম পর্যন্ত চলবে।
অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়
কুইন্সল্যান্ডে আরও এক দিন স্থানীয়ভাবে সংক্রমিত কোনো কেস সনাক্ত করা হয় নি।
সাত জন ক্রু নিয়ে একটি পণ্যবাহী জাহাজ ফ্রিম্যান্টলে এসেছে। এদের কোভিড-১৯ উপসর্গ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিডনিতে ৮ লাখেরও (৮০০,০০০) বেশি এবং মেলবোর্নে প্রায় ১ লাখ (১০০,০০০) ডোজ ফাইজার ভ্যাকসিন পৌঁছেছে।
ঈদ-উল-আজহা (কুরবানীর ঈদ) শুরু হচ্ছে আজ সোমবার, ১৯ জুলাই রাত থেকে। ঈদের সময়ে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখুন। সেজন্য:
- ঘরে ঈদের নামাজ আদায় করুন
- বড় জমায়েত বাতিল করুন
- ফেস মাস্ক পরিধান করুন
- আপনার নিজস্ব জায়নামাজ ব্যবহার করুন
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: