কোভিড-১৯ আপডেট: পুরো টিকা নেওয়া অভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দিল কুইন্সল্যান্ড

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৫ নভেম্বর, ২০২১ এর আপডেট এটি।

Queensland is opening its border to fully vaccinated domestic travellers

A Virgin Australia plane is seen on approach into Brisbane airport. Source: AAP

  • আজ বিকাল পাঁচটা থেকে পুরোপুরিভাবে টিকা নেওয়া ব্যক্তিরা কুইন্সল্যান্ডে ভ্রমণ করতে পারবেন। তবে শর্ত হলো, তাদেরকে বিমান-ভ্রমণ করতে হবে এবং যাত্রা শুরু করার আগে ৭২ ঘণ্টার মধ্যে তাদের কোভিড টেস্ট নেগেটিভ হতে হবে। এছাড়া, ভ্রমণ শুরুর অন্তত দু’সপ্তাহ আগে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেওয়া থাকতে হবে। এই অঙ্গ-রাজ্যটিতে গতকাল ১৬ বছরের বেশি বয়সীদের ৭০ শতাংশ ডাবল ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে।
  • আগামী সপ্তাহে সাউথ অস্ট্রেলিয়ায় ৮০ শতাংশ ডাবল ভ্যাকসিনেশন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। তখন সেখানে আর রাজ্য জুড়ে কোভিড-১৯ লকডাউন জারি করা হবে না।
  • ভিক্টোরিয়ায় আর্লি চাইল্ডহুড সার্ভিসেসগুলোতে কোভিড-১৯ প্রাদূর্ভাব নিয়ন্ত্রণের জন্য এ সপ্তাহে কিন্ডারগার্টেন এবং লং ডে-কেয়ার সেন্টারগুলোকে বিনামূল্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিটস বিতরণ করবে ভিক্টোরিয়া রাজ্য সরকার।

কোভিড পরিসংখ্যান

ভিক্টোরিয়ায় ৮৬০টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং পাঁচ জন মারা গেছে।

নিউ সাউথ ওয়েলসে ১৬৫টি কোভিড-১৯ কেস সনাক্ত হয়েছে এবং এক জন মারা গেছে।

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 15 November 2021 1:45pm
Updated 15 November 2021 2:17pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends