কোভিড - ১৯ আপডেট: প্রধানমন্ত্রী বলেছেন মডার্নার সাথে দুই বিলিয়ন ডলারের চুক্তি জাতিকে 'মহামারী থেকে রক্ষা' করবে

অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ আপডেট: ২৪শে মার্চ, ২০২২।

Low vaccination rates among primary school-aged children causing a spike in COVID cases in Queensland

Low vaccination rates among five to 11-year-olds is contributing to a spike in child COVID-19 cases in Queensland. Source: Getty Images/JohnnyGreig

  • প্রধানমন্ত্রী স্কট মরিসন আগামী এক দশকের জন্য অস্ট্রেলিয়ানদের প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য ১০০ মিলিয়ন এমআরএনএ (mRNA) ভ্যাকসিন ডোজ নিশ্চিত করতে মডার্নার সাথে ২ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছেন।
  • কুইন্সল্যান্ডের স্টেটের স্কুলগুলিতে কোভিড সংক্রমণের ঘটনা ৫৫ শতাংশ বেড়েছে এবং সম্ভাব্য কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে পিছিয়ে পড়া টিকাদানের হার। প্রায় ১৪,০০০ স্কুলে শিশু এখন কোভিড আক্রান্ত। স্কুলে মাস্ক পরা আবার বাধ্যতামূলক করার কথা বিবেচনা করছেন পালুসেই সরকার।
  • নিউ সাউথ ওয়েলসে গত পাঁচ সপ্তাহে কোভিডের ঘটনা ৪০০ শতাংশে বেড়েছে।
  • ফেডারেল এবং ভিক্টোরিয়ান সরকার ঘোষণা করেছে যে ২০২৪ সাল থেকে ভ্যাকসিন তৈরির জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে তবে এখনও পর্যন্ত কোনও সাইট বেছে নেওয়া হয়নি।
  • নিউ সাউথ ওয়েলসে নতুন আটজন কোভিড - ১৯-এ মারা গেছে। স্টেটে ৫৮.৮ শতাংশ লোক তিনটি ভ্যাকসিন ডোজ পেয়েছে।
  • কুইন্সল্যান্ডে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন প্রাণ হারিয়েছে।
  • ভিক্টোরিয়ায় ১৮ বছর বা তার বেশি বয়সী ৬৪.৪ শতাংশ মানুষ এখন তিনটি টিকার ডোজ পেয়েছে।
  • নিউ সাউথ ওয়েলসের হেলথ রিপোর্ট করেছে যে গত বছরের ডিসেম্বরে ওমিক্রন ভেরিয়েন্ট আক্রান্ত দুই মাস বয়সী একটি শিশু মারা গেছে এবং তারা শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়া সোমবার একটি দুই বছরের শিশু ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছে।
  • এখন ভিক্টোরিয়াতে কোভিড - ১৯-এর ৫৩,৭৬৩ সক্রিয় কেস রয়েছে।
  • সাউথ অস্ট্রেলিয়ার টিচার্স ইউনিয়ন কোভিড - ১৯ সংক্রমণ এবং আইসোলেশনের কারণে প্রচুর সংখ্যক কর্মী-শিক্ষক এবং শিক্ষার্থী অনুপস্থিত থাকায় এই টার্মের শেষ সপ্তাহটি বাতিল করার আহ্বান জানিয়েছে।
  • ক্রমবর্ধমান কোভিড - ১৯ মামলার কারণে আয়োজক দেশ চীন ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট প্রত্যাহার করেছে।

কোভিড - ১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে ১,১৮০ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি আছে যার মধ্যে ৪৩ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন। কোভিড - ১৯-এ আটজন মারা গেছে এবং ২৪,৮০৩ টি নতুন কেস সনাক্ত হয়েছে।
  • ভিক্টোরিয়ায়, ২৪৪ জন হাসপাতালে ভর্তি, ২৫ জন আইসিইউতে এবং দুজন ভেন্টিলেটরে রয়েছে। সেখানে ১১ জন মারা গেছে এবং ১০,২৫৯ জন নতুন সংক্রমণ হয়েছে।
  • কুইন্সল্যান্ডে প্রায় ১১,০০০ নতুন কোভিড - ১৯ কেস সনাক্ত এবং ছয়জন মারা গেছে। ২৭১ জন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে ভর্তি, ১১ জন রোগী আইসিইউতে রয়েছে।
  • টাসমানিয়ায় ২০০৯ টি নতুন কোভিড - ১৯ কেস রেকর্ড করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসজনিত কারণে ২৯ জন হাসপাতালে ভর্তি আছে যাদের মধ্যে নয়জন আইসিইউতে রয়েছেন।
  • এসিটিতে ১২৭৮টি নতুন কেস সনাক্ত হয়েছে, ৪২ জন হাসপাতালে রয়েছে এবং এর মধ্যে তিনজন নিবিড় পরিচর্যায় রয়েছে। আজ পর্যন্ত ক্যানবেরার ৫ থেকে ১১ বছর বয়সী ৭৯.৮ শতাংশ শিশু একটি টিকার ডোজ পেয়েছে এবং ১৬ বছর বা তার বেশি বয়সীদের ৭২ শতাংশ বুস্টার পেয়েছে৷
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) করে পজেটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:



Share
Published 24 March 2022 4:51pm
Presented by Shahan Alam


Share this with family and friends