কোভিড-১৯ আপডেট: সারা অস্ট্রেলিয়ায় একদিনেই সনাক্ত ৩২,০০০-এরও বেশি, 'ক্লোজ কন্টাক্টের' নতুন সংজ্ঞা সাউথ অস্ট্রেলিয়া প্রত্যাখ্যান করেছে

অস্ট্রেলিয়ার কোভিড-১৯ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১।

Prime Minister Scott Morrison holds a National Cabinet meeting in Canberra, 30 December

Prime Minister Scott Morrison holds a National Cabinet meeting in Canberra, 30 December. Source: AAP Image/Lukas Coch

  • নিশ্চিত কোভিড-১৯ কেসের সংস্পর্শে আসা ব্যক্তিদের ক্ষেত্রে ফেডারেল সরকার আইসোলেশনের সময়কাল শেষ করার আগে ষষ্ঠ  দিনে রেপিড অ্যান্টিজেন টেস্টের আবশ্যকতা তুলে দিয়েছে।
  • নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, এসিটি এবং কুইন্সল্যান্ডে এখন কার্যকর একটি নতুন সংজ্ঞায় স্টেটের নেতারা একমত হয়েছেন।
  • টাসম্যানিয়া ১ জানুয়ারি থেকে নতুন সংজ্ঞা অনুসরণ করবে; ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং নর্দার্ন টেরিটরি আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা দেবে, তবে সাউথ অস্ট্রেলিয়া নতুন নিয়ম প্রত্যাখ্যান করবে।
  • 'ক্লোজ কন্টাক্ট' বলতে এখন এমন একজন ব্যক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে যিনি কমপক্ষে চার ঘন্টা ধরে একটি নিশ্চিত কোভিড-১৯ কেসের সাথে থাকেন - বা কোন 'ঘরোয়া' পরিবেশে ছিলেন।
  • তবে গতকালের ঘোষণার বিরোধিতা করে সাউথ অস্ট্রেলিয়ার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে 'ক্লোজ কন্টাক্টের' মধ্যে এমন কাউকে অন্তর্ভুক্ত করা হবে যারা ভাইরাসে পজেটিভ কোন ব্যক্তির সাথে ১৫ মিনিটের বেশি সময় কাটিয়েছেন।
  • বেশিরভাগ স্টেটে  ক্লোজ কন্টাক্টে আসা ব্যক্তিদের অবশ্যই সাত দিনের জন্য আলাদা থাকতে হবে এবং ষষ্ঠ দিনে রেপিড এন্টিজেন টেস্ট করতে হবে; তবে সাউথ অস্ট্রেলিয়ায় আলাদা থাকার সময়কাল ১০ দিনই থাকছে।
  • নিউ সাউথ ওয়েলস ঘোষণা করেছে যে ক্লোজ কন্টাক্টদের সংস্পর্শে আসার পরে "যত তাড়াতাড়ি সম্ভব" একটি পিসিআর টেস্ট করা উচিত।
  • টাসম্যানিয়া ১ জানুয়ারি থেকে ইন্টারস্টেট ভ্রমণকারীদের জন্য পিসিআর পরীক্ষার নিয়ম বাদ দেবে।
  • সাউথ অস্ট্রেলিয়ায় দুই বছরের কম বয়সী একজন কোভিড-পজিটিভ শিশু মারা গেছে, যদিও মৃত্যুর সম্পূর্ণ কারণ এখনও জানা যায়নি।
  • পুরো দেশে ১৬ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ লোককে ডবল টিকা দিয়ে অস্ট্রেলিয়া আরেকটি মাইলফলক ছুঁয়েছে।
  • স্টক লেভেল কমে যাওয়ায় রেপিড অ্যান্টিজেন টেস্ট কিটের দাম বেড়ে যাচ্ছে, সিডনির একটি ফার্মেসি একটি একক পরীক্ষার জন্য ২৫ ডলার করে দাম চাচ্ছে।

কোভিড ১৯ পরিসংখ্যান:

  • নিউ সাউথ ওয়েলসে ২১,১৫১টি নতুন কোভিড-১৯ কেস এবং ছয়জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
  • ভিক্টোরিয়া ৫,৯১৯টি নতুন সংক্রমণ এবং সাতজনের মৃত্যুর খবর দিয়েছে।
  • এসিটিতে নতুন কেস রেকর্ড করা হয়েছে ৪৬২টি। 
  • কুইন্সল্যান্ডে ৩,১১৮টি কেস রিপোর্ট করা হয়েছে।
  • টাসম্যানিয়াতে ১৩৭টি সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
  • সাউথ অস্ট্রেলিয়ায় ২,০৯৩টি কেস এবং দুজনের মৃত্যু হয়েছে।
  • নর্দার্নের টেরিটোরিতে ৬০টি নতুন কেস।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Follow SBS Bangla on .

Share
Published 31 December 2021 2:22pm
Updated 31 December 2021 6:55pm
Presented by Shahan Alam


Share this with family and friends