কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, ভিক্টোরিয়ায় সনাক্ত সংখ্যা শীর্ষে পৌঁছানোর কাছাকাছি

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৭ জানুয়ারি, ২০২২ এর আপডেট এটি।

Victorian Chief Health Officer Brett Sutton addresses the media during a press conference in Melbourne.

Victorian Chief Health Officer Brett Sutton addresses the media during a press conference in Melbourne. Source: AAP

  • কমিউনিটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে আগামী কয়েক দিনে নিউ সাউথ ওয়েলসে কোভিড-১৯ এ আক্রান্তদের মৃত্যুর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই স্টেটের চিফ হেলথ অফিসার কেরি চ্যান্ট এ বিষয়ে সতর্ক করেন।
  • নিউ সাউথ ওয়েলসে ভাইরাস-সংশ্লিষ্ট ১৭ টি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া, হাসপাতালে ও ইনটেনসিভ কেয়ারে রোগীর সংখ্যাও বেড়েছে।
  • ড. চ্যান্ট আবারও বলেন যে, ওমিক্রনের বিরুদ্ধে “আপনার সুরক্ষার লেভেল বাড়ানোর জন্য বুস্টার গ্রহণ করাটা গুরুত্বপূর্ণ”। তার মতে, একটি প্রাইভেট প্যাথলজি ল্যাবরেটরিগুলো থেকে গত দু’দিনে গৃহীত নমুনাগুলোর মধ্যে ৯৫ শতাংশই এই ভেরিয়েন্টের।
  • ভিক্টোরিয়ার চিফ হেলথ অফিসার ব্রেট সাটন বলেন, কমিউনিটিতে অসনাক্ত সংক্রমণের উচ্চ হার থাকা সত্ত্বেও এই স্টেটে সংক্রমণ সংখ্যা অচিরেই শীর্ষে পৌঁছে যাবে।
  • কুইন্সল্যান্ড থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা যায়, যারা তিন ডোজ টিকা নিয়েছেন তাদের তুলনায় টিকা না নেওয়া ব্যক্তিদের আই-সি-ইউ-তে যাওয়ার সম্ভাবনা ২৪ গুণ বেশি।
  • র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা র‌্যাট কিটের ক্রমাগত মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার ক্রেতা-অধিকার সংরক্ষণকারী সংস্থা ACCC।
  • ২৫ ডিসেম্বরের পর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি বিষয়ক ১,৮০০ টি রিপোর্ট বিশ্লেষণ করেছে ACCC। এখনও প্রতিদিন তারা প্রায় ১৫০ টি করে রিপোর্ট পাচ্ছে।
  • ভিক্টোরিয়ায় মাল্টি-কালচারাল কমিউনিটিগুলোতে টিকাদান কর্মসূচিতে গতি আনার জন্য ১.২ মিলিয়ন ডলারের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর অধীনে আটটি কমিউনিটি সংগঠন ইংরেজি ছাড়া অন্য ভাষায় সহায়তা প্রদান করবে এবং অনলাইনের মাধ্যমে, শপিং সেন্টারে এবং টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের সঙ্গে যোগাযোগ করবে।
  • ফেডারাল সরকার ভিডিও এবং টেলিফোনের মাধ্যমে টেম্পোরারি স্পেশালিস্ট ইনপেশেন্ট টেলিহেলথ সেবা চালু করবে। এর মাধ্যমে ৩০ জুন পর্যন্ত টেলিফোনে বিশেষজ্ঞদের সঙ্গে কনসালটেশন করা যাবে এবং জিপিদের সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী কনসালটেশন করা যাবে।
  • কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন-শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে এক বিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ প্রদান করা হয়েছে। তবে, বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশ এখনও টিকা-বিহীন অবস্থায় রয়ে গেছে।
বেশ কয়েকটি স্টেট র‌্যাট রেজিস্ট্রেশন ফর্ম সেটআপ করেছে।

কোভিড-১৯ পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে ২৯,৫০৪ টি নতুন কেস সনাক্ত করা হয়েছে এবং ১৭ জনের মৃত্যু ঘটেছে।
  • ভিক্টোরিয়ায় ২২,৪২৯ টি নতুন কেস সনাক্ত এবং আরও ছয় জনের মৃত্যু।
  • কুইন্সল্যান্ডে ১৫,১২২ টি নতুন কেস সনাক্ত এবং সাত জনের মৃত্যু।
  • টাসম্যানিয়ায় ১,০৩৭ টি নতুন কেস সনাক্ত।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 17 January 2022 2:33pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends