- নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে কোভিড-আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু। বিগত একমাসের মধ্যে এক দিনে এক্ষেত্রে এটাই সর্বনিম্ন সংখ্যা।
- ভিক্টোরিয়ায় তিন সপ্তাহেরও বেশি সময় পরে হেলথ সিস্টেম থেকে কোড ব্রাউন এলার্ট প্রত্যাহার করা হয়েছে।
- ভিক্টোরিয়ার হেলথ মিনিস্টার মার্টিন ফোলি গত শুক্রবার বলেন, এই এলার্টটি তুলে নেওয়ার ক্ষেত্রে সরকার আত্ম-বিশ্বাসী। তবে, হাসপাতালগুলো “এখনও অনেক অনেক ব্যস্ত”।
- ভিক্টোরিয়ায় হাসপাতালগুলোতে কোভিড-আক্রান্ত ৪৬৫ জন রোগী আছে। গত ১৭ জানুয়ারিতে এক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা ছিল ১,২২৯ জন।
- ভিক্টোরিয়ান হেলথ ডিপার্টমেন্টের তথ্য-উপাত্ত অনুসারে, যারা টিকা নেন নি তাদের জন্য আই-সি-ইউ-তে যাওয়ার সম্ভাবনা বুস্টার গ্রহণকারীদের তুলনায় ৩৪ গুণ বেশি।
- কুইন্সল্যান্ডের হেলথ মিনিস্টার ইভেট ডাথ বলেছেন, স্কুল খোলার পর প্রথম সপ্তাহে সেখানে ব্যাপক সংখ্যায় কোভিড কেস বৃদ্ধি পায় নি।
- নতুন কেস সংখ্যা, হাসপাতালে ভর্তি এবং কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যদি ক্রমশ কমতে থাকে, তাহলে প্রতিদিনের কোভিড-১৯ ব্রিফিং বন্ধ করে দিবে বলে ঘোষণা দিয়েছে কুইন্সল্যান্ড সরকার।
- মঙ্গলবার সকাল ৭টা থেকে নিউ সাউথ ওয়েলসে ধর্মঘটে যাচ্ছে নার্সরা। গত এক দশকে এই প্রথম তারা ধর্মঘট করতে যাচ্ছে।
- নার্স ও রোগীর মধ্যকার অনুপাত বৃদ্ধি এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা এই ধর্মঘট করছে।
কোভিড-১৯ পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১,৬৪৯ জন। এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছেন ১০০ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন এবং নতুন সনাক্ত হয়েছে ৬,১৮৪ জন।
- ভিক্টোরিয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৬৫ জন। এদের মধ্যে আই-সি-ইউ-তে আছেন ৬৬ জন এবং ভেন্টিলেটরে আছেন ১৮ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন এবং নতুন কেস সনাক্ত হয়েছে ৭,১০৪ টি।
- কুইন্সল্যান্ডে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫১৪ জন। এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছেন ৪১ জন। সেখানে নতুন কেস সনাক্ত হয়েছে ৩,৭৫০ টি এবং আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
- টাসম্যানিয়ায় সনাক্ত করা হয়েছে ৪০৮ টি নতুন কেস। সেখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। সর্বশেষ রিপোর্ট অনুসারে, কোভিডে আক্রান্ত হয়ে বিগত একদিনে সেখানে কেউ মারা যায় নি।
- এসিটি-তেও বিগত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুসারে, কোভিডে আক্রান্ত হয়ে কেউ মারা যান নি। সেখানে সনাক্ত করা হয়েছে ৩৭৫ টি নতুন কোভিড-১৯ কেস।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: