- অস্ট্রেলিয়া জুড়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু। ফেডারাল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, গুরুত্বপূর্ণ হটস্পটগুলোতে ওমিক্রনের ঢেউ আরও উঁচুতে উঠছে।
- আজ থেকে কনসেশন কার্ডধারীরা বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর সুযোগ পাচ্ছেন। পেনশনার, ভেটেরান এবং নিম্ন-আয়ের লোকজনসহ ছয় মিলিয়নেরও বেশি লোক এখন আগামী তিন মাসের মধ্যে ফার্মেসিগুলোতে বিনামূল্যে ১০টি পর্যন্ত টেস্ট করাতে পারবেন।
- র্যাট কিটের ঘাটতি নিয়ে ক্রমাগতভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছে ফেডারাল সরকার। হেলথ মিনিস্টার বলছেন, এখন থেকে জুলাইয়ের শেষ নাগাদ সময়ের মাঝে যে-কোনো দিন ১৬ মিলিয়ন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট অস্ট্রেলিয়ায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
- অস্ট্রেলিয়ায় প্রাপ্ত-বয়স্ক ব্যক্তিদের জন্য নতুন একটি কোভিড-১৯ ভ্যাকসিন নোভাভ্যাক্স ব্যবহারের সবুজ-সঙ্কেত দেওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে এটি প্রয়োগ করা শুরু হবে।
- নোভাভ্যাক্স একটি দুই ডোজের ভ্যাকসিন, যা তিন সপ্তাহের ব্যবধানে প্রয়োগ করতে হয়।
- নিউ সাউথ ওয়েলসে কোভিড-আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে। রবিবার এই সংখ্যা ছিল ২,৭১২ আর সোমবারে তা বেড়ে ২,৮১৬ জনে উন্নীত হয়েছে। আর, ভিক্টোরিয়ায় এক্ষেত্রে এই সংখ্যা ১,০০২ জন থেকে কমে ৯৯৮ জন হয়েছে। কুইন্সল্যান্ডে অবশ্য কোনো পরিবর্তন দেখা যায় নি, রোগীর সংখ্যা ৮৬৩ জনই রয়েছে।
- কুইন্সল্যান্ডে এ সপ্তাহে স্কুল খোলার পরিকল্পনা প্রকাশ করা হবে।
- আজ থেকে কুইন্সল্যান্ডের বাসিন্দারা তাদের তৃতীয় বুস্টার শট নিতে পারবে। দ্বিতীয় ডোজের তিন মাস অতিক্রান্ত হলেই এটা নেওয়া যাবে।
কোভিড-১৯ পরিসংখ্যান
- নিউ সাউথ ওয়েলসে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২,৮১৬ জন। এতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২৪ জন এবং নতুন সনাক্ত হয়েছে ১৫,০৯১ জন।
- ভিক্টোরিয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৯৯৮ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৭ জন এবং নতুন কেস সনাক্ত হয়েছে ১১,৬৯৫ টি, যা রবিবারের ১৩,০৯১ টি নতুন কেসের চেয়ে কম।
- কুইন্সল্যান্ডে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮৭৮ জন কোভিড রোগী। এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছে ৫০ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৩ জন এবং নতুন করে সনাক্ত করা হয়েছে ১০,২১২ টি কেস।
- টাসম্যানিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪১ জন। সেখানে ৬১৯ টি নতুন কেস সনাক্ত করা হয়েছে এবং আরও এক জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
- কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই ।
কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং
কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: