ভিসার শর্তে ছাড় দিতে যাচ্ছে ফেডারাল সরকার। অফশোর ফ্যামিলি এবং পার্টনার ভিসার জন্য আবেদনকারীদেরকে করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়টিতে ভিসা ইস্যুর জন্য আর অস্ট্রেলিয়ার বাইরে যেতে হবে না।
তবে, এই পরিবর্তন এখনই কার্যকর করা হচ্ছে না। সরকার বলছে ‘২০২১ সালের শুরুর দিকে’ এটি কার্যকর করা হবে।
বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ থাকায় যে-সব পার্টনার ভিসাধারী ও ভিসা-আবেদনকারী নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের জন্য একটি ফেসবুক পেজ পরিচালনা করেন অ্যামেলিয়া এলিয়ট। সরকারের এই সিদ্ধান্তটিকে তিনি স্বাগত জানান। তবে, এটি অতি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ফিলিপিন্স থেকে আগত তার স্বামী বোয়ি ডমিঙ্গো মেলবোর্ন থেকে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি তার ভিসা মঞ্জুর হওয়ার জন্য।
এসবিএস নিউজ-কে অ্যামেলিয়া বলেন,
“এতে ক্ষতিগ্রস্ত হওয়া বহু যুগলের ভিসার মেয়াদ এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ... শেষ হয়ে যাচ্ছে। পরিবর্তন আসার বিষয়টি আনন্দময় হলেও, এই পরিবর্তনটির প্রয়োজন ছিল গতকাল, আগামী বছরে নয়।”
“অ্যাক্টিং ইমিগ্রেশন মন্ত্রী অ্যালান টাজ চাইলে আগামী সপ্তাহেই এসব পরিবর্তন আনতে পারতেন।”
পার্টনার (সাবক্লাস ৩০৯) ভিসার পাশাপাশি এই পরিবর্তনগুলোর প্রভাব পড়বে চাইল্ড (সাবক্লাস ১০১), অ্যাডপশন (সাবক্লাস ১০২), ডিপেন্ডেন্ট চাইল্ড (সাবক্লাস ৪৪৫) এবং প্রসপেক্টিভ ম্যারিজ (সাবক্লাস ৩০০) ভিসাগুলোতে।
অনশোরে থাকা অবস্থায় সাবক্লাস-৩০৯ পার্টনার (প্রভিশনাল) ভিসা সাময়িকভাবে মঞ্জুর করার আহ্বান জানিয়ে একটি বিল উত্থাপন করতে উদ্বুদ্ধ হন লেবার এমপি জুলিয়ান হিল।
তিনি বলেন, আন্তর্জাতিক বিমান ভ্রমণ এবং সীমান্ত নিষেধাজ্ঞাগুলোর কারণে মানুষ সমস্যায় নিপতিত হচ্ছে।
“আমার বিলে এটাই বলা হয়েছে যে, অস্ট্রেলিয়ানদের পার্টনাররা যারা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, তারা যেন এখানে প্রিয়জনদের সঙ্গে থাকতে পারেন। পার্টনার ভিসা মঞ্জুর করার জন্য তাদেরকে জোর করে ব্যয়বহুল ভ্রমণে বিদেশে পাঠানো, পরে তাদের এখানে ফেরত আসা ও কোয়ারেন্টিন প্লেসের অপচয় করা যেন না হয়।”
“বৈশ্বিক মহামারীর মাঝে এটি কমনসেন্সের বিষয়।”
লেবার দলের হোম অ্যাফেয়ার্স বিষয়ক মুখপাত্রী ক্রিস্টিনা কেনেলি রবিবার টুইট করেন যে, দ্রুত পরিবর্তন আনার জন্য মিস্টার হিলের বিলটির সঙ্গে লেবার দলও থাকবে।

Johan and Kentley are waiting for their partner visa application to be processed. Source: SBS News
“বিদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ানদের জন্য আমরা কোয়ারেন্টিন স্পটগুলো খালি রাখতে চাই। এটা হাস্যকর যে, পার্টনার ভিসা-আবেদনকারীদেরকে ভিসা ইস্যুর জন্য অস্ট্রেলিয়া থেকে বাইরে যেতে বাধ্য করছে সরকার। এটি কোয়ারেন্টিনের চাপ বাড়াবে। তাদের উচিত অতি দ্রুত এক্ষেত্রে পরিবর্তন আনা।”
ইমিগ্রেশন মন্ত্রী অ্যালান টাজের মন্তব্য চেয়ে এসবিএস নিউজ-এর পক্ষ থেকে তার অফিসে যোগাযোগ করা হয়েছে।