একটি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলার খবর ক্রমাগত আসছে। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি তাঁকে আশ্বস্ত করেছেন যে, ভারতীয়দের নিরাপত্তা তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।
ভারত সফরে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। তাঁর সামনেই এই বিষয়টি উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মিস্টার অ্যালবানিজি।
সেদিন যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অত্যন্ত অনুতাপের বিষয় যে, গত কয়েক সপ্তাহে একাধিকবার অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙচুরের খবর এসেছে। বিষয়টি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ায় যাতে ভারতীয়দের কোনও সমস্যা না হয়, তা গুরুত্ব সহকারে দেখা হবে।
উল্লেখ্য, জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে একাধিকবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভিক্টোরিয়া রাজ্যের শিব বিষ্ণু মন্দিরে হামলা চালানো হয়েছে। এছাড়াও মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, নিরাপত্তা সহযোগিতা ভারত-অস্ট্রেলিয়া কৌশলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে নিরাপত্তার সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী সরবরাহের শৃঙ্খলও শক্তিশালী করা নিয়ে কথা হয়েছে।
জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় ঠিক হয়েছে, ভারত–অস্ট্রেলিয়া দু’দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বাড়াবে। তাঁরা নির্ভরযোগ্য এবং শক্তিশালী বৈশ্বিক সরবরাহ চেইন বিকাশের জন্য পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য-সহ অনেক বিষয়ে দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন, দু’দেশের মধ্যে সই হওয়া অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতামূলক চুক্তি, একটি বদল নিয়ে আসা চুক্তি। বিনিয়োগ এবং বাণিজ্যের ক্ষেত্রে যা পরবর্তী ধাপ খুলে দেবে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: